ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

জয় দিয়ে স্টোকসের অধিনায়কত্বের শুরু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৫ ১৮:৩০:১০
জয় দিয়ে স্টোকসের অধিনায়কত্বের শুরু

৫ উইকেটে ২১৬ রান নিয়ে তৃতীয় দিন বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। জয়ের জন্য চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল আর ৬১ রান। কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনেই তা তুলে ফেলে স্বাগতিকরা। রুট ও বেন ফোকসের জুটি অবিচ্ছিন্ন থাকে ১২০ রানে। ফলে ৫ উইকেটের জয় পায় বেন স্টোকসের দল।

অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন রুট। ১১৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ১৭০টি বল মোকাবেলা করেন তিনি। রুটের ব্যাট থেকে আসে ১৫টি চার। ফোকস ৯২ রানে ৩২ রান অপরাজিত থাকেন। তিনি হাঁকান তিনটি চার।

উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অল-আউট হয়েছিল ১৩২ রানে। জবাবে ইংল্যান্ড অল-আউট হয়েছিল ১৪১ রানে। দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেল (১০৮) ও টম ব্লান্ডেলের (৯৬) ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারী কিউইরা। সংগ্রহ করে ২৮৫ এবং ইংল্যান্ডকে ছুঁড়ে দেয় ২৭৭ রানের লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১৩২/১০ (প্রথম ইনিংস)

ইংল্যান্ড ১৪১/১০ (প্রথম ইনিংস)

নিউজিল্যান্ড ২৮৫/১০ (দ্বিতীয় ইনিংস)

মিচেল ১০৮, ব্লান্ডেল ৯৬;

পটস ৩/৫৫, ব্রড ৩/৭৬, অ্যান্ডারসন ২/৫৭;

ইংল্যান্ড ২১৬/৫ (দ্বিতীয় ইনিংস, ৬৫ ওভার)

রুট ১১৫*, স্টোকস ৫৪, ফোকস ৩২*;

জেমিসন ৪/৫৯, বোল্ট ১/৬১।

ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ