ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

গতি নয়, ডি ককদের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা উমরানের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৬ ১৪:২৯:০৮
গতি নয়, ডি ককদের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা উমরানের

প্রতিটি ম্যাচে ১৪৫ থেকে ১৫০ গতিবেগে বল করে গেছেন উমরান। লকি ফার্গুসন যদি ফাইনাল ম্যাচে সবচেয়ে দ্রুতগতির বলটি না করতেন তাহলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে (১৫৭.০ কিমি গতিবেগে) করা বলটিও হতো উমরানের।

এমন গতি দিয়ে সবার কেড়েছেন ডানহাতি এই পেসার। সেই সঙ্গে জিতেছেন আইপিএলের এবারের আসরের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আইপিএলে ভালো করায় সুযোগ মিলেছে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে। প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড নিয়ে না ভেবে ভালো জায়গায় বল করতে চান ডানহাতি এই পেসার।

এ প্রসঙ্গে উমরান বলেন, ‘রেকর্ডের দিকে আমার মনোযোগ নয়। আমি ভালো বোলিং, ভালো জায়গায় বোলিং এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমার দেশকে জেতাতে সাহায্য করতে চাই। আমি আমার শরীর এবং শক্তি ঠিক রেখে এটি ১৫০ বা তার ওপরে রাখতে চাই।’ উমরানের মতো কাশ্মীর থেকে উঠে এসেছেন আরেক ক্রিকেটার আব্দুল সামাদ। একই দলের হওয়ায় উমরানকে বেশি বেশি খেলার সুযোগ পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। বোলিংয়ে গতি বাড়াতে সামাদ অনুপ্রাণিত করেছেন বলে জানিয়েছেন উমরান।

তিনি বলেন, ‘আব্দুল (সামাদ) আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আমি যখন তাকে বোলিং করতাম সে বলতো আমি ধীরগতিতে বোলিং করছি। তারপর আমি আরও গতিতে বোলিং করতাম। তারপর জিম এবং সঠিক ব্যায়াম আমাকে এটি করতে সহায়তা করেছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ