ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ধারাবাহিক নাটক টিম ওয়েস্ট ইন্ডিজ নিয়ে “ক্রিস” গেইলের টুইট, নাটক নিয়ে যে মন্তব্য করলেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৮ ১৭:৪৫:৪১
ধারাবাহিক নাটক টিম ওয়েস্ট ইন্ডিজ নিয়ে “ক্রিস” গেইলের টুইট, নাটক নিয়ে যে মন্তব্য করলেন

এবার সেই নাটকে চোখ পরেছে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার “ক্রিস” গেইলের। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের এই নাটকের অনেক প্রশংসাও করেছেন “ক্রিস” গেইল।

তিনি তার টুইটার পোস্টে লেখেন আমি সত্যি অবাক, আমাদের নিয়ে বানানো নাটকটি সত্যি অসাধারন ও ভালো লাগার। আমি একজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হয়ে গর্ববোধ করছি।

মাইদুল রাকিব প্রচালিত এই নাটকে মারজুক রাসেল অভিনয় করেছেন “ক্রিস” গেইলের চরিত্রে। মারজুক রাসেলকে অভিনন্দন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের একতারকা ক্রিকেটার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ