ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পান্ত উইকেটকিপারদের লারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৩ ১৮:৫০:৫৯
পান্ত উইকেটকিপারদের লারা

সাদা পোশাকের ক্রিকেটে ভারতের ইতিহাসে অন্যতম সেরা উইকেটকিপার ভাবা হয় পান্তকে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। এখনও পর্যন্ত টেস্টে ক্যারিয়ারে পান্তের সেঞ্চুরি সংখ্যা পাঁচটি। যার মধ্যে চারটি সেঞ্চুরিই করেছেন বিদেশের মাটিতে।

যেখানে দলের বেশিরভাগ ব্যাটাররাই ব্যর্থ হয়েছেন, উলটো সেখানে দাপট দেখিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। পান্তের ফুটওয়ার্ক নিয়ে অনেক সমালোচনা হলেও তিনি ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। রশিদ লতিফ মনে করেন, পান্তের শট নির্বাচন ক্ষমতা খুবই ভালো, যা তাকে রান করতে সাহায্য করে।

রশিদ লতিফ বলেন, 'সে (পান্ত) উইকেটকিপারদের ব্রায়ান লারা। এই ম্যাচটি বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ওয়ারউইকশায়ারের হয়ে ৫০১ রান করেছিলেন লারা। পান্ত আজ তারই ঝলক দেখিয়েছে। পান্তের ফুটওয়ার্ক খুব বেশি ভালো না, তবে শট বাছাইয়ের ক্ষেত্রে সত্যিই সে দারুণ।'

পান্তের বয়স এখনও ২৫ হয়নি। খুব বেশি যে ম্যাচ খেলে ফেলেছনে, সেটাও কিন্তু নয়। মাত্র ৩০ টেস্টের ক্যারিয়ারেই ভারতের অন্যতম সেরা উইকেটকিপারের তকমা পেতে শুরু করেছেন তিনি। আকাশ চোপড়া তো একধাপ এগিয়ে বলে দিলেন, লাল বলের ক্রিকেটে ভারতের সেরা উইকেটকিপার পান্ত।

আকাশ বলেন, 'টেস্টে ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটার পান্ত। তার বয়স এখনও ২৫ হয়নি। মাত্র ৩০ ম্যাচের ক্যারিয়ারেই, সে যে পরিমাণ ম্যাচ জেতানো ইনিংস খেলেছে তা আসলেই অসাধারণ।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ