ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিজয়সহ তরুনদের অন্তত ৩-৪ ম্যাচ সুযোগ দিতে চান মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৭ ১০:৩৬:৪০
বিজয়সহ তরুনদের অন্তত ৩-৪ ম্যাচ সুযোগ দিতে চান মাহমুদউল্লাহ

সিরিজের প্রথম ম্যাচে তারা দুজন ওপেন করলেও ফলাফল বদলাতে পারেননি। দ্বিতীয় লিটন দাস ও বিজয়ের জুটিতেও দেখা গিয়েছে একই চিত্র। বাংলাদেশের ওপেনারদের ইনিংস শুরুর আগেই যেন শেষ হয়ে যাচ্ছে। তবে এসব নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ রিয়াদ। বরং ওপেনারদের অন্তত ৩-৪ টি করে ম্যাচ সুযোগ দিতে চান তিনি।

তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহ বলেন, ‘চিন্তার বিষয় (ওপেনারদের নিয়ে), আমি আসলে ওইভাবে দেখছি না। আমার কাছে মনে হয় যারাই ‍সুযোগ পাচ্ছে, টিম ম্যানেজমেন্ট ও আমরা চেষ্টা করবো সঠিকভাবে সুযোগটা দিতে। যেন ওরা বিশ্বাস করতে পারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। যে যখন সুযোগটা পাবে সে যেন সঠিকভাবে সুযোগ পায়। অন্তত ৩-৪ টা ম্যাচ সুযোগ পায়।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লিটন, সৌম্য সরকার, নাইম শেখদের সঙ্গে ওপেনিংয়ে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসানদেরও। তবে কোনো জুটিই ফলপ্রসূ হয়নি। সৌম্য, নাইম, সাইফরা ছিটকে যাওয়ার পর বিজয়-মুনিমকে দিয়ে নতুন শুরুর চেষ্টা করলেও এখন পর্যন্ত সফলতা মেলেনি।

ওপেনারদের পর্যাপ্ত সুযোগ দিতে চাইলেও খারাপ করলে যে বাদ পড়তে হবে সেটারও ইঙ্গিত দিয়ে রেখেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, ৩-৪ সুযোগ পাওয়ার পর ক্লিক করতে না পারলে বিকল্প দেখতে শুরু করবে টিম ম্যানেজমেন্ট।

মাহমুদউল্লাহ বলেন, ‘তারপর কেউ যদি ওই জায়গাতে ক্লিক করতে না পারে তখন সম্ভবত আরেকজন অপশন আমরা দেখবো। কিন্তু অন্তত এটা যেন আমরা (টিম ম্যানেজমেন্ট) নিশ্চিত করতে পারি যারাই সুযোগুলো পাচ্ছে যেন সঠিকভাবে সুযোগ পায়। তাহলে ওদের ভেতর ওই বিশ্বাসটা কাজ করবে যে আমার কাছে সুযোগ আছে। এখন এটা আমার ওপর যে এটাকে আমি কিভাবে কাজে লাগাবো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ