ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-২০র অধিনায়ক পরিবর্তন নিয়ে সরাসরি যা বললেন বিসিবি বস পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ১৭ ১৮:০৬:৫০
টি-২০র অধিনায়ক পরিবর্তন নিয়ে সরাসরি যা বললেন বিসিবি বস পাপন

তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে সেটা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে। অধিনায়কত্বের বিষয়ে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। ’

রিয়াদের পারফরম্যান্সে কি বিসিবি সন্তুষ্ট? জবাবে পাপন বলেছেন, ‘বোর্ড সন্তুষ্ট কি না এটা তো কঠিন প্রশ্ন। মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে গেছে। ’

রিয়াদ পারফর্ম করতে পারছেন না বলেই এত প্রশ্ন উঠছে বলে মনে করেন পাপন। তিনি আরও বলেন, ‘সে আসুক। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না। ’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ