ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রাজিল গরু, আর্জেন্টিনা ছাগল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৯ ২২:২২:৪০
ব্রাজিল গরু, আর্জেন্টিনা ছাগল

খেলাটির আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রামনগরের জামাল হোসেনের ছেলে কামাল হোসেন। তিনি নিজেও এ খেলায় ব্রাজিলের অধিনায়ক হিসেবে খেলেন।

ব্যতিক্রমী এ খেলা দেখতে ভিড় জমান যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা। খেলার মাঠ প্রাঙ্গণে প্রায় চার হাজার দর্শকের সমাগম ঘটে। খেলাটিতে রেফারিং করেন ফরহাদ হোসেন ও তার দল। টুর্নামেন্টে দুই দলে অংশগ্রহণ করেন ২৫ থেকে ৪০ বছর বয়সী পুরুষরা। খেলায় বিরতির আগ পর্যন্ত ব্রাজিল টিম ২-১ গোলে এগিয়ে ছিল।

এ বিষয়ে আয়োজক ও ব্রাজিল টিমের অধিনায়ক কামাল হোসেন বলেন, আমি প্রবাসে থাকি। ঈদের ছুটিতে বাড়িতে এসে একটি ব্যতিক্রমী খেলার আয়োজন করার চিন্তা করি। তাই আজ এই খেলার আয়োজন করেছি। আমার প্রত্যাশা এই খেলাধুলার ধারাবাহিকতা বজায় রেখে সমাজের যুবক ও কিশোররা মাদক থেকে দূরে থাকবে।

অতিথি হিসেবে আসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ফরহাদ হোসেন বলেন, খেলা সুন্দরভাবেই পরিচালিত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছেন। এমন পুরস্কার ও এই ব্যতিক্রমী খেলা এর আগে কোথাও দেখা যায়নি। সর্বপ্রথম হয়তো যশোরে এমন খেলা অনুষ্ঠিত হচ্ছে।

খেলা দেখতে আসা দর্শক আলামিন হোসেন বলেন, এ ধরনের ফুটবল খেলার আয়োজন ও এমন পুরস্কার এর আগে আমরা দেখতে পাইনি। এই খেলা উপভোগ করতে আমরা কেশবপুর থেকে এসেছি।

খেলা শেষে ২-১ গোলে বিজয়ী ব্রাজিল দলকে পুরস্কার হিসেবে গরু ও রানার্সআপ হিসেবে আর্জেন্টিনা দলকে ছাগল বিতরণ করা হয়। এ সময় আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ