ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারতে মিঠুনের অপরাজিত ১৫০, ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৬ ২০:২১:৩০
ভারতে মিঠুনের অপরাজিত ১৫০, ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

ব্যাটিংয়ে সাদমান ইসলাম (৮৯) ছাড়া দাঁড়াতে পারেননি তেমন কেউই৷ সাইফ ৩৮ ছাড়া বাকি সবাই রানের খাতা খুলতে না খুলেই ফিরেছেন সাজঘরে৷

এর আগে গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ৷ ওপেনিংয়ে সাদমান ইসলাম ৮৯ রান করলেও জয় ফিরেন তিন রানেই। এরপর সাইফ ৩৮,মমিনুল হক ২, বিজয় ২ করে ফিরেন সাজ ঘরে।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ এ ৩৪৯/৯ ডি. (১২৫ ওভার )

সাদমান ৮৯, জয় ২, সাইফ ৩৮, মিঠুন ১৫০* মমিনুল হক ২, বিজয় ২, অনিক ১৫, তাইজুল ৮, নাঈম ১, রাজা ৮, খালেদ ০*

অজিত ৮০/৪, ভিগনেস ৬৫/৪।

তামিলনাড়ু ৯/১ (৯ ওভার)

চতুর্ভেদ ৭*, সুর্যপ্রকাশ ৫, গান্ধি ৩৷

খালেদ ৩/১

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ