ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৭ ০৯:৫৫:৪৬
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ১৫০ রানে গুটিয়ে যাওয়া দেখে যারা ভ্রূ কুঁচকেছিলেন, তারা হয়ত অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন ভূতুড়ে এই স্কোরকার্ডের দিকে তাকালে। আসরের ৫ম খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সিডনি থান্ডার। দুই দলই তাদের প্রথম ম্যাচে পেয়েছিল জয়ের দেখা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স খুব বড় পুঁজি জড়ো করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্রিস লিন, ২৭ বলের মোকাবেলায় ৪টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। এছাড়া দুটি করে চার-ছক্কায় ২৪ বলে ৩৩ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। আর কেউ ১৫ রানের কোটা পার হতে পারেননি। সিডনি থান্ডারের পক্ষে ফজলহক ফারুকী তিনটি এবং গুরিন্দার সান্ধু, ড্যানিয়েল স্যামস ও ব্রেন্ডন ডগেট দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে সিডনি থান্ডার যেন দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিল। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও ম্যাথু গিল্কস সাজঘরে ফেরেন শূন্য রানে। ৫ রানে ২ উইকেট হারানো দলটি ১০ রানের মধ্যে হারায় ৮ উইকেট। শেষমেশ গুড়িয়ে যায় ১৫ রানে।

উইকেটের পতনগুলো ঘটেছে ২, ৫, ৫, ৭, ৯, ৯, ১০, ১০, ১৪ ও ১৫ রানে। দলের কেউ তো দুই অঙ্কের রানের দেখাই পাননি, বরং শূন্য রানে সাজঘরে ফিরেছেন ৫ জন। অভাগা ফজলহক ফারুকী ছিলেন একমাত্র অপরাজিত ব্যাটার। ৫.৫ ওভারেই শেষ হয়ে যায় সিডনির ইনিংস, অ্যাডিলেড পায় ১২৪ রানের ঐতিহাসিক জয়।

অলআউট করার পথে বলে হাত ঘুরিয়েছেন মাত্র ৩ বোলার। এর মধ্যে ম্যাথু শর্ট প্রথম ওভারে শিকার করেন একটি উইকেট। হেনরি থর্নটন ৩ রানের খরচায় শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া ৪ উইকেট পান ওয়েস অ্যাগার, ৪ রানের বিনিময়ে। রশিদ খান বল হাতে নেওয়ারই সুযোগ পাননি, তার আগেই শেষ হয়ে যায় ম্যাচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ