ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ২১ ১১:৪৩:৪৬
ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী

শুক্রবার, ২০ নভেম্বর, সকাল ঠিক ১০টা ৩৯ মিনিটে এক শক্তিশালী ভূকম্পনে আছড়ে পড়ে বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৭। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে গোটা দেশে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবিরের দেওয়া তথ্যমতে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরত্বে নরসিংদীর মাধবদী এলাকায়। অল্প কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর প্রভাব ছিল বিস্তৃত, যা অনুভূত হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে। ভূমিকম্পের তীব্রতার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়।

দেশের বিভিন্ন প্রান্তে যখন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের মনে ভয় এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী একটি আধ্যাত্মিক বার্তা নিয়ে এগিয়ে এসেছেন। তিনি তার নিজস্ব ফেসবুক প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীকে এক গভীর চিন্তার খোরাক জুগিয়েছেন।

ভূমিকম্পের এই পরিস্থিতি উল্লেখ করে মাওলানা আজহারী তার পোস্টে লেখেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।’

এরপর তিনি সতর্কতামূলক হিসেবে পবিত্র কুরআনের সূরা মুলকের একটি আয়াত জুড়ে দেন, যেখানে বলা হয়েছে: ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’

আল-মামুন/

পাঠকের মতামত:

ট্যাগ: বাংলাদেশ ঢাকা ভূমিকম্প মিরপুর টেস্ট হাদিসের দোয়া বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড bd news 24 bangladesh pratidin নফল নামাজ earthquake near me earthquake earthquake today ঢাকা ভূমিকম্প ভয়াবহ ভূকম্পন ভূকম্পন অনুভূত শুক্রবার ভূমিকম্প ২১ নভেম্বর ভূমিকম্প ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প আজকের ভূমিকম্প earthquake alert earthquakes today today earthquake earthquake aftershock ভুমিকম্প ভূমিকম্প বাংলাদেশ আজকের ভূমিকম্প কোথায় হয়েছে ভূমিকম্পের মাত্রা ভূমিকম্প অনুভূত ভূমিকম্পের খবর ভূমিকম্প নিউজ আজকের ভূমিকম্পের মাত্রা কত ঢাকায় ভূমিকম্প কত মাত্রার ভূমিকম্প হলো আজকের ভূমিকম্পের মাত্রা recent earthquakes বাংলাদেশ ভূমিকম্প earthquake today in bangladesh earthquake dhaka today earthquake live today earthquake in bangladesh ভূমিকম্পের দোয়া bangladesh earthquake today earthquake bangladesh today earthquake in bangladesh today earthquake today bangladesh earthquake in bd bd earthquake today earthquake news দোয়া ইউনুস ভূমিকম্প হলে করণীয় ভূমিকম্প হলে কি করতে হয় বিপদ থেকে মুক্তির দোয়া আল্লাহর গজব দান সদকা ভূমিকম্পের সময় আমল earthquake in dhaka today ভূমিকম্পের সময় করণীয় ভূমিকম্প হলে কি করবেন ভূমিকম্প সতর্কতা ভূমিকম্প থেকে বাঁচার উপায় ভূমিকম্প নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগে করণীয় গ্যাস চুলা বন্ধ লিফট ব্যবহার নয় বিশেষজ্ঞ পরামর্শ মাধবদী আজহারীর বার্তা ইসলাম ও ভূমিকম্প ফজরের নামাজ সূরা মুলক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ