ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএলে খেলা হচ্ছে না উইকেটরক্ষক পান্তের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১১ ১৬:২২:২৪
আইপিএলে খেলা হচ্ছে না উইকেটরক্ষক পান্তের

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী। আইপিএলের এবারের আসরে দিল্লিকে নিয়ে আশাবাদী গাঙ্গুলি। যদিও পান্ত না থাকায় তার দলকে ভুগতে হবে বলেও মনে করেন সাবেক বিসিসিআই সভাপতি।

তিনি বলেন, 'আইপিএলে খেলা হচ্ছে না ঋষভ পান্তের। আমরা আশাবাদী এটা দারুণ একটি আইপিএল হবে। কিন্তু পান্ত না থাকায় দিল্লি ক্যাপিটালসে এর প্রভাব পড়বে।'

দূর্ঘটনার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পান্ত। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন পান্ত। এর মধ্যে তার ডান হাঁটুর লিগম্যান্টে বড় চোট রয়েছে।

হাতের কব্জি ও পায়ের গোড়ালিতেও চোট রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। শারীরিকভাবে ফিট হয়ে কবে তিনি মাঠে ফিরতে পারবেন এই বিষয়েও বিস্তারিত জানাতে পারেননি চিকিৎসকরা।

বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মার্চে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও মিস করতে যাচ্ছেন পান্ত। আসন্ন এই সিরিজে চারটি টেস্ট খেলার কথা রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ