ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

নিজের দেশকেই হারাতে চান ডাচ স্পিনার মারওয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ অক্টোবর ১৭ ১১:৫৮:০৫
নিজের দেশকেই হারাতে চান ডাচ স্পিনার মারওয়ে

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৫তম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। ম্যাচ জিততে মরিয়া দুই দলই। কারণ এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও জিততে পারেনি ডাচরা। অন্যদিকে, টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে প্রোটিয়া দল। স্বাভাবিকভাবেই টেবিলের তলানিতে থাকা দলকে হারিয়ে জিততে চায় টেম্বা বাভুমার দল।

মঙ্গলবার ধর্মশালায় দুই দলের সংঘর্ষ নিয়ে চলছে ভিন্ন আলোচনা। মূলত দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী রল্ফ ভ্যান ডার মেরওয়ে এখন একজন ডাচ ক্রিকেটার। ২০১৫ সালে ডাচ ক্যাম্পে যোগ দেন। এর আগে ২০০৯ সালে প্রোটিয়া দলের জার্সি পরেছিলেন এই ক্রিকেটার।

এবার ডাচদের হয়ে নিজের দেশের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন মার্ভে। ২০১১ সালে প্রোটিয়াদের হয়ে খেলার সময় অপ্রত্যাশিতভাবে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।

সেই স্মৃতি স্মরণ করে মার্ভে বলেন, '২০১১ সালে প্রোটিয়া বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে খুব হতাশ হয়েছিলাম। কিন্তু অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো।

ওয়ানডে দলে সুযোগ না পেলেও প্রোটিয়াদের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ডাচ দলের হয়ে খেলা প্রসঙ্গে এই স্পিনার বলেন, ‘অবশ্যই আমার মা ডাচ। সেখান থেকে ডাচদের হয়ে খেলার সুযোগ পাই। তখন আমি দক্ষিণ আফ্রিকা দলে তেমন সুযোগ পাচ্ছিলাম না, তাই ডাচ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। এতে আমার পরিবারও আমাকে সহযোগিতা করেছে।

স্বদেশের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে মার্ভে বলেন, ‘আমার মনে হয় এটা অন্য ম্যাচের মতো। এটা একটা স্পেশাল ম্যাচ এটা ভেবে আমি এর মধ্যে যাব না। অবশ্যই আমরা জয়ের জন্য খেলব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ