ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে বিএনপি: ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! হাইকমান্ডের কড়া সতর্কতা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ১২ ১৫:০৩:৫১
অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে বিএনপি: ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! হাইকমান্ডের কড়া সতর্কতা

আল-আমিন ইসলাম: দু'শ আটত্রিশটি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরে এখন চরম অস্থিরতা। ঘোষিত তালিকার অন্তত ২৩টি আসনে প্রবল অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। কোন্দল নিরসনে প্রার্থীরা ব্যর্থ হলে অথবা বিদ্রোহ অব্যাহত থাকলে এসব আসনে মনোনয়ন বাতিল বা পরিবর্তনের চূড়ান্ত ইঙ্গিত দিয়েছে দলীয় হাইকমান্ড।

দলের হাইকমান্ড মনোনীত প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষত, বঞ্চিত ও পরীক্ষিত কর্মীদের প্রতি প্রার্থীর আচরণ কেমন, সেই দিকটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে, দলীয় ঐক্যের উদ্যোগকে যারা বানচাল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধেও কঠোর নীতি অবলম্বন করা হয়েছে।

ঐক্য না গড়লে পদ যাবে: কঠোর নীতিতে হাইকমান্ড

বিএনপির একাধিক নীতিনির্ধারক সূত্রে জানা যায়, যদিও এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক, তবুও প্রাথমিকভাবে একজনকেই মনোনীত করা হয়েছে। এখন মনোনীত প্রার্থীর প্রধান দায়িত্ব হলো, অসন্তুষ্ট বা বঞ্চিত অন্য যোগ্য নেতাদের মানভঞ্জন করে ভোটের ময়দানে দলের ঐক্য নিশ্চিত করা। এই লক্ষ্যে যারা ব্যর্থ হবেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দল তাদের প্রার্থিতা বদলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

অন্যদিকে, দলটির নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে, ২৩টি আসনে বিদ্রোহ এমন পর্যায়ে পৌঁছেছে যে বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন এবং পুনর্মূল্যায়ন না হলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। নীতিনির্ধারকদের আশঙ্কা, স্থানীয়ভাবে জনপ্রিয় এই বঞ্চিত নেতাদের অন্য রাজনৈতিক দল অথবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামিয়ে বিএনপি-র ভোট ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে। এই ঝুঁকি মোকাবিলা করতে সব পরিস্থিতি খতিয়ে দেখেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, "কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে। এসব আমরা ভালোভাবে হ্যান্ডল করছি, পর্যবেক্ষণ করছি।"

কোন্দলের আগুন: যে আসনগুলো এখন উত্তাল

ঘোষিত তালিকা প্রকাশের পর থেকেই অন্তত ২৩টি আসনে ক্ষোভ ও প্রতিবাদ তীব্র আকার ধারণ করেছে। কয়েকটি জায়গায় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটেছে।

সাতক্ষীরায় দুই প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ: সাতক্ষীরা-২ আসনে আবদুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে ৩৩ জন নেতা মহাসচিব বরাবর যৌথ আবেদন করেছেন। সাতক্ষীরা-৩ আসনেও সাবেক সংসদ-সদস্য কাজী আলাউদ্দীনের পরিবর্তে 'গরিবের বন্ধু' খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ।

সংঘর্ষের ঘটনা: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনীত এম ইকবাল হোসেইন ও বঞ্চিত নেতা আহম্মেদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

গুরুত্বপূর্ণ আসনে বিদ্রোহ: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আব্দুল মান্নানের পরিবর্তে নাজমুল হোসেনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে একাট্টা হয়েছেন একাধিক মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় নেতা।

বিক্ষোভ ও প্রতিবাদ: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একইভাবে নাটোর-১ আসনে প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলের প্রার্থিতা ঘোষণার পর তাইফুল ইসলাম টিপু ও ইয়াছির আরশাদ রাজনের সমর্থকরা পৃথকভাবে বিক্ষোভ করেছেন।

এছাড়া সিলেট-৪, চাঁপাইনবাবগঞ্জ-২, হবিগঞ্জ-৪, রংপুর-৩, কক্সবাজার-৪, মেহেরপুর-২, নরসিংদী-৪ এবং মুন্সীগঞ্জ-২ আসনসহ আরও কয়েকটি স্থানেও অসন্তোষ বিরাজ করছে।

মিত্র ও নতুন প্রার্থী ঘোষণা

মনোনয়ন ঘোষণার সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ২৩৭ আসনের তালিকাটি চূড়ান্ত নয় এবং যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবর্তন আনা হবে।

এদিকে, ফাঁকা থাকা ৬৩টি আসনের বেশিরভাগই মিত্রদের জন্য বরাদ্দ হতে পারে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে গুলশান কার্যালয়ে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে। তবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু নিশ্চিত করেন, ফাঁকা আসনগুলোর সবকটি মিত্রদের জন্য নয়; এর মধ্যে দলীয় আসনও রয়েছে। সূত্র অনুযায়ী, শিগগিরই ঢাকা-৯, ঢাকা-১৮, ঢাকা-২০, মাদারীপুর-২, গাজীপুর-১, টাঙ্গাইল-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, ঝিনাইদহ-৪ এবং সিরাজগঞ্জ-১ সহ কমপক্ষে আরও ১১টি আসনে দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ