ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বিপিএলে থাকতে চায় না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জানা গেল আসল কারণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জানুয়ারি ১৭ ১১:৪২:২৬
বিপিএলে থাকতে চায় না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জানা গেল আসল কারণ

নাফিসা কামাল বলেন, রাজস্ব আয় বণ্টন না হওয়ায় বিপিএলে না থাকার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বলা হয় বিপিএলের অন্যতম সফল দল। দলটি ছয়বার অংশগ্রহণ করে চারবার শিরোপা জিতেছে। বিপিএলের পেশাদারিত্ব নিয়ে অনেক আলোচনা হলেও ভিক্টোরিয়ান্সের পেশাদারিত্ব নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। সবচেয়ে সফল দল হয়েও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল চরম হতাশ। কিছু সমস্যার সমাধান না হলে আগামী বিপিএলে অংশগ্রহণ না করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

বিপিএল টুর্নামেন্ট নিয়ে দেশের অনেক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাফিসা কামাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগের আইপিএল, পিএসএলের মতো কোনো আয় ভাগাভাগি কাঠামো নেই। বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো বিসিবির আয়ের কোনো অংশ পায় না। ফলে দলগুলোকে স্পন্সরের ওপর নির্ভর করতে হয়। বিপিএলের প্রতিটি মৌসুমের আগে স্পন্সর পেতে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল বলেন, ব্যবসায়িক মডেল এবং রাজস্ব ভাগাভাগি না হওয়ায় আগামী বছর বিপিএলে বিসিবির না থাকার কোনো সম্ভাবনা নেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি বলেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে। ’

নাফিসা কামাল দাবি করেন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো বিপিএলেও রাজস্ব ভাগাভাগির কাঠামো হতে হবে। নিজেদের পক্ষ থেকে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতেও রাজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হব। বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হউক, কাঠামোটা তৈরি করুক। ’ পরের মৌসুমে বিসিবি এই উদ্যোগ না দিলে ভিক্টোরিয়ানসকে ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নাফিসা কামাল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত