ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কোপ আমেরিকার আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্ক্যালোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুন ০৩ ১৪:০৪:৪৪
কোপ আমেরিকার আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্ক্যালোনি

আগামী ২১ জুন শুরু হবে কোপা আমেরিকার আসন্ন আসর। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন শুরু করার আগে লিওনেল স্ক্যালোনি ইস্যুতে সুখবর পেয়েছে লা আলবিসেলেস্তেরা।

গত বছরের নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন স্ক্যালোনি। এরপর জানুয়ারিতে আর্জেন্টিনার বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল যে, কোপা আমেরিকা পর্যন্ত লিওনেল মেসিদের ডাগআউটে থাকবেন স্ক্যালোনি। এবার সরাসরি জানালেন, যতদিন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চাইবে, ততদিন তিনি থাকবেন।

গণমাধ্যমকে স্ক্যালোনি বলেন, "গত বছরটা আমার জন্য খুব একটা ভালো যায়নি। তখন মনে হয়েছিল, আমাকে থামতে হবে। নভেম্বরের পরিস্থিতি আমার জন্য ভালো ছিল না। তবে এখন আমি সব প্রাণশক্তি নিয়ে এখানে আছি। যতদিন এএফএ চাইবে, আমি ততদিন দায়িত্ব পালন করে যাব।"

মেসির চোট এবং কোপা আমেরিকার দলে পাওলো দিবালার না থাকা প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, "মেসি পুরোপুরি ফিট আছে। তিনি দলীয় অনুশীলনে যোগ দেবেন। দিবালা আমাদের স্নেহের একজন। তবে দল সবার আগে। বর্তমান পরিস্থিতিতে কিছু জায়গায় আমাদের সমস্যা আছে।"

তিনি আরও বলেন, "এই জন্যই দিবালাকে দলে যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি তার যোগ্যতা কেমন। এবং সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে এতকিছুর পরও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ