ম্যাচ শেষে রাফিনিয়াকে তিন আর্জেন্টাইন তারকার কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই উত্তেজনা, তবে এবারের লড়াইয়ে স্কোরলাইন হয়তো অনেককেই অবাক করেছে। ২০১২ সালের পর এই প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে চার গোল হজম করল ব্রাজিল। এস্তাদিও মনুমেন্তালে লিওনেল স্কালোনির শিষ্যরা ৪-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব নিশ্চিত করেছে। তবে ম্যাচের আগেই বড় বড় কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া, যার জবাব দিলেন তিন আর্জেন্টাইন তারকা।
রাফিনিয়ার মন্তব্যের কড়া জবাব পারেদেসের
ম্যাচের আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর পডকাস্টে এসে রাফিনিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আর্জেন্টিনাকে হারাবে ব্রাজিল এবং তিনি নিজেও গোল করবেন। তবে বাস্তবে তার কোনো কথাই মাঠে প্রমাণ করতে পারেননি।
ম্যাচ শেষে এ বিষয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন,
‘খেলার আগেই কথা বলার দরকার নেই। আপনি যখন মাঠে নিজেকে প্রমাণ করতে পারছেন না, তখন এসব বলার কোনো মানেই হয় না। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি এবং প্রতিটি ট্রেনিং সেশন ও ম্যাচে নিজেদের প্রমাণ করি।’
তিনি আরও যোগ করেন,
‘মাঠের ভেতরে এবং বাইরে অনেক কথাই হয়। তবে আমরা পারফরম্যান্স দিয়েই প্রমাণ করি। আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ের এবং আমরা এভাবেই সাফল্য পেতে চাই।’
আলভারেজ: কথা নয়, পারফরম্যান্সই আসল
ম্যাচের প্রথম গোলদাতা হুলিয়ান আলভারেজও রাফিনিয়ার কথার জবাব দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘এভাবে কথা বললে এমন ম্যাচে উত্তেজনা বাড়ে। তবে আমরা নম্র থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্দান্ত পারফরম্যান্স করেছি এবং নিজেদের কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছি।’
তিনি আরও বলেন,
‘এটা ঐতিহাসিক জয়, বিশেষ করে প্রতিপক্ষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আমরা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছি, এখন আমাদের মূল লক্ষ্যে ফোকাস করতে হবে।’
রাফিনিয়ার মন্তব্য সহজভাবে নেননি আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো ডি পলও। তিনি টিওয়াইসি স্পোর্টসকে বলেন,‘অনেক দিন ধরে আমাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা জাতীয় দল এবং আমরা তা নিয়মিত প্রমাণ করছি। তাদের উচিত আমাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো।’
শেষ কথারাফিনিয়ার কথার জবাব আর্জেন্টিনার খেলোয়াড়রা দিয়েছেন মাঠে পারফরম্যান্স দিয়ে। বড় জয় দিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে স্কালোনির দল আরও একবার প্রমাণ করেছে কেন তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- hobart hurricanes vs adelaide strikers: প্রথম ওভার উইকেট পেলেন রিশাদ
- চলছে সিলেট বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- Sylhet Titans vs Dhaka Capitals Live:খেলাটি সরাসরি দেখুন Live
- পে স্কেল: সরকারি চাকরিজীবী জন্য সুখবর, যে অনুপাতে বাড়ছে বেতন
- নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা, বেতন বাড়ছে কত গুণ?
- পে-স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের যা জানালেন গভর্নর ড. মনসুর
- ক্ষমতার নতুন সমীকরণ: জাতীয় সরকার গঠন করছে বিএনপি ও জামায়াতে?
- কমলো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত
- Earthquake Today: ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়
- Big Bash: শীর্ষ ৫ উইকেট শিকারী বোলারের তালিকা উল্টে পাল্টে দিল রিশাদ
- Noakhali Express vs Rangpur Riders: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- দুই আসনের নির্বাচন স্থগিত
- সুখবর পেল বিএনপির ১১ নেতা