
MD. Razib Ali
Senior Reporter
তাসকিনের ইনজুরি: অপারেশন করলে শেষ হয়ে যেতে পারে ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ এক নতুন সংকটে। বাঁ পায়ের গোড়ালির ইনজুরিতে জর্জরিত এই পেসারের সামনে এখন কঠিন এক সিদ্ধান্ত—অপারেশন করবেন, নাকি ইনজুরির সাথে যুদ্ধ করে চালিয়ে যাবেন ক্যারিয়ার?
বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানিয়েছে, চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি তাসকিনের। কারণ তার চোট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মাঠে নামা তো দূরের কথা, চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে হতে পারে তাকে।
তাসকিনের চোট কতটা গুরুতর?
সম্প্রতি তাসকিনের বাঁ পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে। যার ফলে প্রতি ম্যাচেই তাকে প্রচণ্ড ব্যথা নিয়ে খেলতে হচ্ছে। এই ইনজুরি থেকে শতভাগ আরোগ্য সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন,
“এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই খেলতে হবে। ব্যথা কখনো কমবে, কখনো বাড়বে—তাসকিনকে সেটা ম্যানেজ করেই খেলতে হবে।”
অপারেশন কি একমাত্র উপায়?
তাসকিনের কাঁধের ইনজুরির কথাও টেনে আনলেন দেবাশীষ।
“ওর শোল্ডারে আগেও সমস্যা ছিল। তখন ইংল্যান্ডে ডাক্তার অপারেশন করতে বলেছিল, কিন্তু আমরা রিহ্যাব করে ওকে খেলিয়েছি। এবারও চাইছি অপারেশন না করে যতটা সম্ভব সময় নেয়া হোক।”
তবে সমস্যা হচ্ছে—এবার যেটা গোড়ালির ইনজুরি, তা আরও জটিল। দেবাশীষ বলছেন,
“গোড়ালির অপারেশন করলে নিশ্চিত করে বলা যায় না সে আর খেলতে পারবে কি না। এ কারণে যত দেরিতে অপারেশন করা যায়, ততই ভালো। না করলে তো আরও ভালো।”
বিদেশ যাওয়ার সম্ভাবনা
বিসিবি চাইছে, বিশেষজ্ঞ পরামর্শের জন্য তাসকিনকে বিদেশে পাঠানো হোক।
“যদি বিদেশের ডাক্তাররা দেখতে চান, তাহলে ওকে পাঠানো হবে। আশা করছি, এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে,”—বলেছেন দেবাশীষ।
তাসকিনকে নিয়ে যেসব সিদ্ধান্ত আসতে পারে:
তাসকিনের ইনজুরি থেকে শতভাগ সেরে ওঠা সম্ভব নয়
অপারেশন করলে ক্যারিয়ার শেষ হওয়ার ঝুঁকি
ম্যানেজ করে খেলতে হবে, যেমনটা কাঁধের ইনজুরির সময় হয়েছিল
পরামর্শ নিতে বিদেশে পাঠানো হতে পারে তাকে
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- আজ বাংলাদেশের বাজারে১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২৮ এপ্রিল ২০২৫)