ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের জন্য মিডল্যান্ড ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৯ ২১:২৯:২৪
বিনিয়োগকারীদের জন্য মিডল্যান্ড ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২০২৪ সালের জন্য বিনিয়োগকারীদের জন্য এনেছে আনন্দের বার্তা। সদ্য সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৩ শতাংশ বোনাস শেয়ার।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ২৮ পয়সা। সামান্য পার্থক্য থাকলেও, এটি ব্যাংকের স্থিতিশীল আয় প্রবাহেরই প্রতিচ্ছবি।

এছাড়া আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow per Share) হয়েছে ১০ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের ১০ টাকা ৭৩ পয়সার তুলনায় খুব বেশি কমেনি।

আরও শক্ত ভিত গড়ার ইঙ্গিত মিলেছে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (Net Asset Value per Share – NAVPS) থেকে। ৩১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী, এটি দাঁড়িয়েছে ১৫ টাকা ১২ পয়সা।

আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (AGM)। আর এই সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে, ২০২৫।

ডিভিডেন্ড ঘোষণার পর বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছেন—"এই ডিভিডেন্ড স্থির আয়ের প্রতীক", কেউ বলছেন—"আস্থার প্রতিফলন"।

কেন এই খবর গুরুত্বপূর্ণ?

মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে ব্যাংকটি আয় ও সম্পদের ক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থানে রয়েছে।

শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও বোনাস মিলিয়ে মোট ৬% রিটার্ন—বর্তমান বাজার পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক।

বার্ষিক সাধারণ সভা ও রেকর্ড ডেট জানার সুযোগ থাকছে আগেভাগেই।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ