নতুন কাঠামোতে যেভাবে কাজ করবে শরিয়াহ কাউন্সিল জানালো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারে শরিয়াহভিত্তিক বিনিয়োগকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে বড় এক পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাতিল করে দিয়েছে পুরোনো শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল ও তার নির্বাচন কমিটি। এই দুই কমিটির জায়গায় আসছে নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা।
বৃহস্পতিবার (৩০ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কিত কমিটিকে সরিয়ে শেয়ারবাজারে শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যুর পথে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিল সংস্থাটি।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই নতুন একটি নির্বাচন কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল দায়িত্ব নেবে। পুরোনো কমিটির কয়েকজন সদস্যকে ঘিরে বিতর্ক থাকায়, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
২০২২ সালের অক্টোবরে ‘সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল বিধিমালা’ গেজেট আকারে প্রকাশ করে বিএসইসি। এর আলোকে ২০২৩ সালে গঠিত হয় প্রথম নির্বাচন কমিটি, পরে যার সুপারিশে প্রতিষ্ঠিত হয় শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল। কিন্তু নানা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ও সদস্যদের পেশাদারিত্ব নিয়ে আপত্তির মুখে এখন সেটি বাতিলের খাতায়।
নতুন কাঠামোতে যেভাবে কাজ করবে শরিয়াহ কাউন্সিল:
শরিয়াহ সম্মত সিকিউরিটিজের মানদণ্ড নির্ধারণ
বিএসইসির চাহিদা অনুযায়ী শরিয়াহসংক্রান্ত পরামর্শ প্রদান
ইসলামী শরিয়াহ অনুযায়ী গাইডলাইন তৈরি
বাজারে যেকোনো সিকিউরিটিজ শরিয়াহ সম্মত কি না, তা যাচাই
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে নয়, বরং সামগ্রিকভাবে বাজারে আস্থা ফেরাতে সহায়ক হবে। সঠিক শরিয়াহ মানদণ্ড অনুসরণ করে পুঁজিবাজারে শরিয়াহভিত্তিক বিনিয়োগ সম্প্রসারণের যে পরিকল্পনা নিয়েছে বিএসইসি, এই পরিবর্তন তারই অংশ।
সবমিলিয়ে বলা যায়, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং শরিয়াহভিত্তিক বিনিয়োগে শৃঙ্খলা আনার এই পদক্ষেপ হতে পারে একটি টার্নিং পয়েন্ট। নতুন কমিটির হাত ধরে হয়তো আবারও প্রাণ ফিরে পাবে ইসলামিক ক্যাপিটাল মার্কেট।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নকল অ্যাপ, ভুয়া ব্রোকারেজ: শেয়ারবাজারের বড় প্রতারণা উন্মোচন
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ৩,০০০ সদস্যের প্রতারক চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- বিনিয়োগকারীদের জন্য ৬৪% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- শেয়ারবাজারে আলোড়ন: ৯ স্টকে বাই সিগন্যাল, নতুন সুযোগ?
- সরকারি কর্মীদের জন্য সুখবর: নতুন পে-স্কেল, কার কত বেতন বাড়বে
- বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করলো ৮ কোম্পানি
- শেয়ারবাজারে নতুন মোড়: ফিরছেন বিদেশি বিনিয়োগকারীরা!
- বিনিয়োগকারীদের চিন্তা দুর করলো ৯ কোম্পানির শেয়ার
- ২,৩০০ কোটি টাকার বন্ডে শেয়ারবাজারে আলোড়ন: বিএসইসি'র অনুমোদন
- পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- উদ্যোক্তা পরিচালকের ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি: বিনিয়োগকারীদের আস্থা কি ঝুঁকিতে?
- আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
- ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার: শেষ ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ
- রেকর্ড চাহিদা: বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ২৪ কোম্পানির শেয়ার