প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্ত জুড়ে দিয়ে একমত বিএনপি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আসনে যেন কোনো ব্যক্তির ‘আজীবন রাজত্ব’ না চলে—এই ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। তাদের মতে, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের সীমা থাকা উচিত। তবে সেই সীমা নির্ধারণের আড়ালে যেন রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণের ফাঁদ না তৈরি হয়—এমন সতর্কতাও জানিয়েছে দলটি।
বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “আমরা মনে করি, একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব যতই দক্ষ হোন না কেন, আজীবন সে ক্ষমতায় থাকা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এ কারণেই আমরা প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের প্রস্তাবে একমত। তবে এর মানে এই নয় যে নির্বাহী বিভাগকেই সম্পূর্ণভাবে ‘নখদন্তহীন’ করে দেওয়া হবে।”
সালাহউদ্দিন আহমদের মতে, অতীতে যেভাবে একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে রাষ্ট্র পরিচালনা হয়েছে, তা গণতন্ত্রের জন্য ভয়াবহ দৃষ্টান্ত। কিন্তু সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে গিয়ে যদি রাষ্ট্রের নির্বাহী স্তরকেই নিস্ক্রিয় করে দেওয়া হয়, তবে তাও একই রকম অস্থিরতা তৈরি করতে পারে।
“আমরা চাই, রাষ্ট্র চলুক ভারসাম্যের ওপর ভিত্তি করে,” বলেন তিনি। “সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি—যা এখন সাসনিক নামে পরিচিত—এর কাঠামো আরো শক্তিশালী হোক, তবে সেটি যেন ক্ষমতার ভারসাম্য নষ্ট না করে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, বরং সেটি মানে জবাবদিহি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ের প্রতিষ্ঠা। এই লক্ষ্যেই আমরা চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেবায় আরও কার্যকর হোক।”
বিএনপির পক্ষ থেকে বৈঠকে আরও জানানো হয়, সংবিধানের মূল চার স্তম্ভ—সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং সামাজিক সুবিচার—এর প্রতি তাদের অটল বিশ্বাস রয়েছে। দলটির মতে, এসব নীতিকে বাস্তব রূপ দিতে হলে কেবল কাঠামো নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সহমর্মিতা এবং সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা।
জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেছে বিএনপি। তারা বলছে, সহমত ও সম্মিলনের রাজনীতিই হতে পারে একটি স্থিতিশীল রাষ্ট্রের ভবিষ্যৎ পথনির্দেশক।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ ফল কবে, বদলালে ভর্তি হবে কীভাবে?
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- বাংলাদেশ বনাম নেপাল: আজ মাঠে নামছে দুই দল, জেনে নিন সময় সূচি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী
- ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা
- সাবিনা-ঋতুপর্ণার গোলবন্যা: ২২ গোলের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব