ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার ব্যাংক হলিডে, সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ৩০ ১২:১০:১৯
মঙ্গলবার ব্যাংক হলিডে, সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

লেনদেন নয়, হিসাব মেলানোর দিন—একদিনের জন্য থেমে যাচ্ছে অর্থনীতির গতি

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার, ১ জুলাই পালিত হবে ‘ব্যাংক হলিডে’। এই উপলক্ষে সারা দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে গ্রাহকসেবার জন্য। একইসঙ্গে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ দেশের শেয়ারবাজার কার্যক্রমও।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই দিনটি ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপ্তি দিবস’ হিসেবে পালিত হয়। বছরের প্রথম ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করতে দিনটি নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজের জন্য। ফলে এই দিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

এইদিন ব্যাংক থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন, এমনকি এটিএম থেকেও নগদ উত্তোলন কার্যত স্থগিত থাকবে। গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক কর্তৃপক্ষ আগেই সতর্ক করে দিয়েছে—জরুরি লেনদেন ১ জুলাইয়ের আগেই সম্পন্ন করার জন্য।

তবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি বাছাই করা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব শাখায় শুধুমাত্র অফিসিয়াল হিসাবরক্ষণ ও অভ্যন্তরীণ কাজ হবে। গ্রাহকদের জন্য কোনো লেনদেন বা সেবা চালু থাকবে না।

ব্যাংক হলিডের প্রভাব পড়ছে শেয়ারবাজারেও। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও লেনদেন হবে না। কারণ, বাজারে লেনদেনের বড় অংশই ব্যাংক-নির্ভর, তাই ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজার কার্যক্রম চালানোও সম্ভব হয় না।

উল্লেখযোগ্যভাবে, প্রতিবছর ৩১ ডিসেম্বরেও ‘ব্যাংক হলিডে’ পালিত হয়, তখনও একইভাবে ব্যাংক ও পুঁজিবাজারে একদিনের বিরতি নেওয়া হয় বার্ষিক আর্থিক হিসাবের জন্য।

জনসাধারণকে এদিন ব্যাংকের বাইরে লাইন না ধরার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময়মতো প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সবাইকে পরিকল্পিতভাবে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ