ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকা ঋণ খেলাপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা থেকে নেওয়া ১১০ কোটি টাকার ঋণ অনাদায়ে ‘মেসার্স নুর ব্রাদার্স’-এর মালিক মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ জুন পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানটির নামে ব্যাংকের অনুমোদনে বন্ধক রাখা ৫৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে ৫০টি অনুমতি ছাড়া বিক্রি করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ অর্থ ঋণ আদালতে মামলা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চায়।
প্রতিষ্ঠানটির অনাদায়ী ঋণের পরিমাণ মূলধন ও মুনাফাসহ ১১০ কোটি টাকায় দাঁড়িয়েছে। খেলাপি অবস্থান দীর্ঘমেয়াদে চলায় ব্যাংক একাধিকবার নোটিশ পাঠালেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। শেষ পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়।
ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “যেসব অ্যাপার্টমেন্ট বন্ধক রাখা হয়েছিল, তার বড় একটি অংশ অনুমোদন ছাড়া তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা স্পষ্টভাবে চুক্তিভঙ্গ ও আইনি লঙ্ঘন।”
গ্রেপ্তারকৃত নূর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার বিষয়ে প্রক্রিয়া চলছে। পাশাপাশি যেসব অ্যাপার্টমেন্ট বিক্রি করা হয়েছে, সেগুলোর মালিকানা যাচাই ও পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্যাংকিং খাতের নিয়মনীতি অনুযায়ী, বন্ধকী সম্পত্তি বিক্রির আগে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের লিখিত সম্মতি প্রয়োজন হয়। সংশ্লিষ্ট আইনের ব্যত্যয় ঘটানোয় বিষয়টিকে ‘ঋণ প্রতারণা’ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
খেলাপি ঋণ কমাতে এবং ব্যাংকের সম্পদ সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলো বর্তমানে কঠোর নীতিমালা অনুসরণ করছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আরও কার্যকর তদারকি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের জন্য ৬৪% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নকল অ্যাপ, ভুয়া ব্রোকারেজ: শেয়ারবাজারের বড় প্রতারণা উন্মোচন
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ৩,০০০ সদস্যের প্রতারক চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- শেয়ার কারসাজি: বিএসইসি’র কড়া তদন্তের নির্দেশ, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক
- শেয়ারবাজারে আলোড়ন: ৯ স্টকে বাই সিগন্যাল, নতুন সুযোগ?
- বিনিয়োগকারীদের চিন্তা দুর করলো ৯ কোম্পানির শেয়ার
- ২,৩০০ কোটি টাকার বন্ডে শেয়ারবাজারে আলোড়ন: বিএসইসি'র অনুমোদন
- বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করলো ৮ কোম্পানি
- পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- সরকারি কর্মীদের জন্য সুখবর: নতুন পে-স্কেল, কার কত বেতন বাড়বে
- রেকর্ড চাহিদা: বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ২৪ কোম্পানির শেয়ার
- পুঁজি সংগ্রহে ব্যর্থ শেয়ারবাজার: দায়ী কারা? ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার: শেষ ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ
- আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
- সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়মে যুগান্তকারী পরিবর্তন