দায়িত্বশীল সাংবাদিকতাই আস্থা ফেরাবে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সাংবাদিকদের তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তার মতে, পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা একান্ত প্রয়োজন।
সোমবার (৩০ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফল উৎসব ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর জন্য শুধুমাত্র নীতিনির্ধারক বা বাজার অংশগ্রহণকারীদের নয়, সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা তৈরির ক্ষেত্রে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ এবং সময়োপযোগী সংবাদ অত্যন্ত কার্যকর।”
সাইফুল ইসলাম বলেন, “অনেকেই জানতে চান, বাজার কবে ঘুরে দাঁড়াবে। এর জবাবে আমি বলি, আস্থা ফিরে আসলে বাজার স্বাভাবিকভাবেই পুনরুদ্ধার হবে। আর এই আস্থা গড়ে তুলতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা মুখ্য ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে বাজারে যেসব অনিয়ম ও দুর্বলতা প্রকাশ পেয়েছে, সেগুলো সাহসের সঙ্গে তুলে ধরেছেন এই বিটের সাংবাদিকরা। এই কাজ পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করেছে।”
ডিবিএ সভাপতির মতে, বাজারে স্থিতিশীলতা আনতে এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। তিনি বলেন, “আমাদের প্রচেষ্টা চলমান। তবে সংবাদমাধ্যমের পেশাদার ভূমিকা ছাড়া এই প্রচেষ্টা পূর্ণতা পাবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, “সাংবাদিকরা বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাজার সংশ্লিষ্ট নানা অনিয়ম ও অসঙ্গতির প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে বাজার সংস্কারের পথ তৈরি হয়েছে এবং বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন।”
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম বলেন, “গঠনমূলক ও কার্যকর যোগাযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন সময়োপযোগী। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় বাজার উন্নয়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আলী। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএ সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ, পরিচালক দিদার গনি প্রমুখ।
অনুষ্ঠানে পুঁজিবাজারে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকাসহ বাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়। আয়োজনে উপস্থিত অংশগ্রহণকারীরা দেশীয় ফল দিয়ে আপ্যায়িত হন এবং পুরো আয়োজনটি ছিল আন্তরিক ও কার্যকর আলোচনা-ভিত্তিক।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের জন্য ৬৪% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নকল অ্যাপ, ভুয়া ব্রোকারেজ: শেয়ারবাজারের বড় প্রতারণা উন্মোচন
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ৩,০০০ সদস্যের প্রতারক চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- শেয়ার কারসাজি: বিএসইসি’র কড়া তদন্তের নির্দেশ, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক
- শেয়ারবাজারে আলোড়ন: ৯ স্টকে বাই সিগন্যাল, নতুন সুযোগ?
- বিনিয়োগকারীদের চিন্তা দুর করলো ৯ কোম্পানির শেয়ার
- ২,৩০০ কোটি টাকার বন্ডে শেয়ারবাজারে আলোড়ন: বিএসইসি'র অনুমোদন
- বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করলো ৮ কোম্পানি
- পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- সরকারি কর্মীদের জন্য সুখবর: নতুন পে-স্কেল, কার কত বেতন বাড়বে
- রেকর্ড চাহিদা: বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ২৪ কোম্পানির শেয়ার
- পুঁজি সংগ্রহে ব্যর্থ শেয়ারবাজার: দায়ী কারা? ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার: শেষ ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ
- আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
- সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়মে যুগান্তকারী পরিবর্তন