ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সংঘর্ষে উত্তপ্ত লঞ্চঘাট

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৬ ১৫:২৮:৩৬
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সংঘর্ষে উত্তপ্ত লঞ্চঘাট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা ঢাকা ফেরার পথে গোপালগঞ্জে তাদের গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর লঞ্চঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ সড়ক অবরোধ করে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়। তারা গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা তখন ‘আওয়ামী লীগ’ ও ‘ছাত্রলীগ’ স্লোগান দিতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকে।

একাধিক সূত্র জানিয়েছে, হামলার মুখে এনসিপি নেতারা নিরাপত্তার স্বার্থে পিছু হটেন। পুলিশের সহায়তায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, “একটি শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে এভাবে হামলা প্রমাণ করে দেশে বিরোধী মতের কোনো নিরাপত্তা নেই।”

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। আহত বা আটক হওয়ার কোনো তথ্যও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আসছে...

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ