ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

উত্তরা ব্যাংকের মুনাফা কমেছে ৫৯%, ক্যাশ ফ্লোতেও বড় ধাক্কা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:৪১:৪৬
উত্তরা ব্যাংকের মুনাফা কমেছে ৫৯%, ক্যাশ ফ্লোতেও বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) গত বছরের একই সময়ের তুলনায় ৫৯ শতাংশ হ্রাস পেয়েছে।

বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৮৩৭তম সভায় এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিত EPS দাঁড়িয়েছে ০.৫৮ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১.৪২ টাকা।

প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি-জুন ২০২৫) ব্যাংকটির সমন্বিত EPS হয়েছে ১.৮২ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ২.০০ টাকা।

অপারেটিং ক্যাশ ফ্লোতেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (OCFPS) হয়েছে ১.৯০ টাকা, যেখানে গত বছর ছিল ৫.৬২ টাকা।

তবে ব্যালেন্স শীটে কিছুটা স্থিতিশীলতা রয়েছে। ২০২৪ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ছিল ২৭.৯২ টাকা।

উল্লেখযোগ্য হারে আয় হ্রাসের কারণ হিসেবে ব্যাংক খাতে সার্বিক মুনাফার চাপ, বিনিয়োগে প্রত্যাশিত রিটার্ন না পাওয়া এবং সুদের হারের পরিবর্তনজনিত প্রভাব থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

উত্তরা ব্যাংকের ফলাফল ব্যাংকিং খাতের সামগ্রিক কার্যক্রম ও বিনিয়োগকারীদের আস্থা—দুটো ক্ষেত্রেই সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ