ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার, শীর্ষে যমুনা ব্যাংক

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৪ ১৪:৪৫:৫৯
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার, শীর্ষে যমুনা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছে যমুনা ব্যাংক পিএলসির শেয়ারে। বাজারের তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির মোট ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের পরিমাণে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার।

তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি, যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৭ লাখ ২২ হাজার টাকা।

এছাড়া শীর্ষ দশ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে— ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং এবং ট্রাস্ট ব্যাংক।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ লেনদেনের পরিমাণ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ