ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশসহ একনজরে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১২ ১০:১৫:৩৮
বাংলাদেশসহ একনজরে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ফুটবলে এখন যেন উৎসবের আমেজ। মাত্র এক মাসের ব্যবধানে ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে নাম লিখল দুই দল—জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ নারী দল। প্রথমবারের মতো দু’টি স্তরেই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর জাতীয় নারী দল যাবে অস্ট্রেলিয়ার মাটিতে, আর অনূর্ধ্ব-২০ দল লড়বে থাইল্যান্ডে।

গেল মাসে মিয়ানমার সফর শেষ করে জাতীয় দল যখন এশিয়ান কাপের টিকিট হাতে দেশে ফেরে, তখনও অপেক্ষায় ছিল আরেকটি বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হলো রোববার (১০ আগস্ট) পিটার বাটলারের শিষ্যদের হাতে। দক্ষিণ কোরিয়ার কাছে শেষ ম্যাচে ৬-১ গোলের পরাজয় সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে অনূর্ধ্ব-২০ দল নিশ্চিত করল এশিয়ান কাপের মূল পর্ব। এর আগে লাওস ও পূর্ব তিমুরকে গোলের বন্যায় ভাসিয়ে নিজেদের সম্ভাবনা জোরদার করেছিল সাগরিকা, মুনকি ও তৃষ্ণারা।

শেষ ম্যাচে হারের পর বাংলাদেশের ভাগ্য ঝুলে ছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর। ভাগ্য তখন যেন হাসল লাল-সবুজের মেয়েদের দিকে—একই রাতে ৮-০ গোলের বিশাল ব্যবধানে লেবাননের জয় বাংলাদেশের কপাল খুলে দেয়। গ্রুপ রানার্সআপদের মধ্যে সেরা তিনে থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত হয়।

রোববারই চূড়ান্ত হলো ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দলের নাম। আয়োজক থাইল্যান্ড ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে ও ভারত। আগামী ১ থেকে ১৮ এপ্রিল তিনটি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে আসরটি, যদিও ড্র এখনো হয়নি।

একনজরে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল:

বাংলাদেশ, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, ভারত।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ