ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনাকে ফেরত চেয়ে মোদিকে চিঠি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৩ ২০:৩০:০৮
শেখ হাসিনাকে ফেরত চেয়ে মোদিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সাম্প্রতিক পদক্ষেপ। দলের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক লিখিত চিঠিতে তারা দাবি করেছে—জুলাই গণহত্যার অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে, ভারতের প্রতি বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ও আগ্রাসনের অভিযোগও তোলা হয়েছে সেই চিঠিতে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা চিঠিটি হস্তান্তর করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তবে, ভারতীয় কোনো কর্মকর্তা সরাসরি গ্রহণ না করে, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহ’র মাধ্যমে তা গ্রহণ করা হয়।

চিঠিতে জাগপার পক্ষ থেকে তীব্র ভাষায় বলা হয়—

“১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় বাহিনী বাংলাদেশের কোটি ডলারের সম্পদ লুট করেছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশকে নিজেদের রপ্তানিমুখী রাজ্য হিসেবে দেখতে চেয়েছে—যা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক ক্ষতিকর।”

এতে আরও উল্লেখ করা হয়—ভারতের ন্যায্য পানিহিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, সীমান্তে অবৈধ জমি দখল, একতরফা ট্রানজিট ও করিডর সুবিধা গ্রহণ এবং প্রশাসনে অননুমোদিত হস্তক্ষেপের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া প্রয়োজন।

জাগপার এই চিঠি কেবল একটি রাজনৈতিক দাবি নয়, বরং বাংলাদেশ-ভারত সম্পর্কের সংবেদনশীল ও বিতর্কিত অধ্যায়ে নতুন এক অধ্যায় যুক্ত করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ