ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

"পারলে বাপের বেটার মতো লোকটারে উঠায়ে দেন": সরকারকে গোলাম মাওলা রনি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৯:১১:৪২
"পারলে বাপের বেটার মতো লোকটারে উঠায়ে দেন": সরকারকে গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, "আরে বাবা যেটা পারবেন না, ছবি সরাবেন কেন? আগে লোকটাকে সরান তো দেখি। পারলে বাপের বেটার মতো ওই লোকটাকে ওখান থেকে তাড়িয়ে দেন।"

সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN News-এর 'স্বাধীন সংলাপ' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, "আপনি একজন লোকের সাথে পারতেছেন না, তার ছায়ার সাথে নাচানাচি করতেছেন।" তিনি সরকারের অগ্রাধিকার ঠিক করা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, এবং অবকাঠামো যখন বিপর্যস্ত, তখন এসব বাদ দিয়ে সরকার অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালক জানান যে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছে।

এই প্রসঙ্গের জবাবে রনি বলেন, একটি গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের উচিত ছিল প্রথমেই সাবেক সরকারের হাই প্রোফাইল ব্যক্তিদের সরিয়ে দেওয়া। তিনি প্রশ্ন রেখে বলেন, "রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যদি গত বছর আগস্ট মাসেই বাদ দেওয়া হতো, বাংলাদেশে একটা টু শব্দ হতো না। তো তখন থেকে কেন বাদ দেওয়া হলো না? আমার মাথায় ঢুকছে না।"

গোলাম মাওলা রনি আরও বলেন, গণভবন ও বঙ্গভবন আক্রমণের হুমকির পরও কোনো এক "অদৃশ্য শক্তির" কারণে তা বাস্তবায়িত হয় না। তিনি বঙ্গভবনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে একে একটি "স্পর্শকাতর জায়গা" হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই জায়গা নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ১৫ বছরের শাসনামলে দেশের অর্থনীতি, রাজনীতি ও ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকারের মৌলিক কাজগুলোতে, যেমন—আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, মানুষের আস্থা ফেরানো এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে মনোযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু সরকার সেই পথে না হেঁটে অপ্রয়োজনীয় বিতর্কে জড়াচ্ছে বলে তিনি মনে করেন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ