ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

লভ্যাংশ পেলো শেয়ারহোল্ডাররা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২০ ১২:২৯:১৩
লভ্যাংশ পেলো শেয়ারহোল্ডাররা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্যে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডিএসই জানায়, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন (BEFTN) সিস্টেম ব্যবহার করে প্রেরণ করা হয়েছে। ফলে শেয়ারহোল্ডাররা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডিভিডেন্ড পাচ্ছেন।

প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। পরবর্তীতে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এ ঘোষণা অনুমোদন করা হয়।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সময়মতো ডিভিডেন্ড প্রদান বিনিয়োগকারীদের আস্থার জন্য ইতিবাচক সংকেত এবং এটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও শৃঙ্খলার পরিচায়ক।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ