ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৬ ১৪:৫৭:১৫
বিনিয়োগের নামে নতুন প্রতারণা, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেক: হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে শেয়ারবাজারে অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ চক্র। প্রথমে সামান্য বিনিয়োগের বিপরীতে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জন করলেও পরে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাচ্ছে তারা। নারায়ণগঞ্জকেন্দ্রিক এমন এক চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান।

প্রতারণার কৌশল

ডিএসইর অনুমোদিত প্রতিনিধি পরিচয়ে বিনিয়োগকারীদের কাছে বার্তা পাঠায় প্রতারকরা। সামান্য টাকায় লাভ দেখিয়ে তারা বিশ্বাস অর্জন করে। উদাহরণ টেনে আসাদুর রহমান বলেন—“প্রথমে ৪ হাজার টাকা নিয়ে ২ হাজার মুনাফা দেয়। এরপর ৪০ হাজার টাকা দাবি করে বলে, টেকনিক্যাল সমস্যা হয়েছে। আবারও টাকা নেয়। শেষে নম্বর বন্ধ করে দেয়।”

তিনি জানান, ভুয়া লোগো, সরকারি সংস্থার নাম ও ঠিকানা ব্যবহার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে এ চক্র।

আইনি উদ্যোগ

ডিএসই প্রতারণার বিষয়ে ৩ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ করেছে। সর্বশেষ ২৬ আগস্ট আবারও জিডি করা হয়। পাশাপাশি বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে। প্রতারকরা যেসব ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে সেগুলো ইতোমধ্যে নজরদারিতে আনা হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা

বিনিয়োগকারীদের উদ্দেশে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, “স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার, ডিলার ও অনুমোদিত মোবাইল অ্যাপ ছাড়া অন্য কোথাও লেনদেন করবেন না। কেউ লোভনীয় প্রস্তাব দিলে আগে ডিএসই/সিএসই/বিএসইসির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হোন।”

তিনি আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থা প্রতারক চক্রকে ধরতে কাজ করছে এবং তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে—“যদি কারও টাকা নিয়ে থাকেন, তা ফেরত দিন।”

সংবাদ সম্মেলনে ডিএসইর সিআরও শফিকুল ইসলাম ভূইয়া এবং বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালামও উপস্থিত ছিলেন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ