ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বিএনপি বহিষ্কার করল এক কেন্দ্রীয় নেতাকে

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ৩১ ১৭:৪০:৪৮
বিএনপি বহিষ্কার করল এক কেন্দ্রীয় নেতাকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে। রোববার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদয় কুসুম বড়ুয়া “দলের শৃঙ্খলা ভঙ্গ, নির্দেশনা অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে” গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এই বহিষ্কার কার্যকর করা হয়েছে। তিনি এখন দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।

দলের এই পদক্ষেপকে শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখানো হয়েছে। বিএনপির নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্থার নিয়ম-কানুন ও নীতি অনুসরণ করাই এই সিদ্ধান্তের মূল ভিত্তি।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ