ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ফুটবল অঙ্গনে নেমে এলো শোকের ছায়া: মাঠেই মারা গেলেন ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৫:১৬:৪৪
ফুটবল অঙ্গনে নেমে এলো শোকের ছায়া: মাঠেই মারা গেলেন ফুটবলার

স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ১৯ বছর বয়সে ফুটবল মাঠেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্প্যানিশ গোলকিপার রাউল রামিরেজ ওসোরিও। স্পেনের পঞ্চম বিভাগের দল কলিন্ড্রেসের হয়ে খেলা এই তরুণ প্রতিশ্রুতিশীল ফুটবলারের অকাল প্রয়াণের খবর সোমবার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

ঘটনাটি ঘটেছিল গত শনিবার (২৭ সেপ্টেম্বর)। কলিন্ড্রেস তাদের প্রতিপক্ষ রেভিলার মুখোমুখি হয়েছিল। ম্যাচ চলাকালীন সময়েই রাউল মাথায় গুরুতর আঘাত পান। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং মস্তিষ্ক অকার্যকর (ব্রেইন ডেড) হয়ে যায়। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাউলের আকস্মিক মৃত্যুতে আরএফসিএফ গভীর শোক প্রকাশ করেছে। ফেডারেশনের পক্ষ থেকে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং কলিন্ড্রেস স্পোর্টস ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একই সাথে তারা রাউলের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

তরুণ এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতে আরএফসিএফ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়াও, আগামী সপ্তাহে স্পেনের সকল ফুটবল ম্যাচে রাউল রামিরেজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে বলেও ফেডারেশন জানিয়েছে।রাউলের এই অপ্রত্যাশিত চলে যাওয়া স্প্যানিশ ফুটবলে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে এবং ক্রীড়াঙ্গনে গভীর শোকের আবহ তৈরি করেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ