ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

কারসাজিতে ডুবছে শেয়ারবাজার? অস্থিরতার মুখে হাজারো বিনিয়োগকারী!

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১২ ১৭:০৩:০০
কারসাজিতে ডুবছে শেয়ারবাজার? অস্থিরতার মুখে হাজারো বিনিয়োগকারী!

পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে বিনিয়োগকারীদের আশার পালে হাওয়া লাগার আগেই আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে সক্রিয় কারসাজি চক্র। তাদের উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডে শেয়ারবাজার একদিকে যেমন তারল্য হারাচ্ছে, অন্যদিকে বিনিয়োগকারীরা আস্থা সংকটে ভুগছেন। গত সপ্তাহের টানা পতনের পর চলতি সপ্তাহে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, বাস্তবে তার উল্টো চিত্রই দেখা গেছে। সূচকের ভয়াবহ পতন সত্ত্বেও টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি বাজারের গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।

কারসাজি চক্রের অপতৎপরতা:

বাজার বিশেষজ্ঞরা মনে করেন, একটি চিহ্নিত কারসাজি চক্র প্রতিনিয়ত শেয়ারবাজারে সক্রিয় রয়েছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা কম দরে শেয়ার কেনার উদ্দেশ্যে গুজব ছড়ায় এবং পরবর্তীতে কৃত্রিমভাবে বাজার উত্থান ঘটিয়ে টার্গেটকৃত লাভ তুলে নেয়। এই চক্রের অপতৎপরতার কারণে বাজার তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে এবং চরম অস্থিতিশীলতার মুখে পড়ছে। বাজারের এই কৃত্রিম উত্থান-পতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাজার মনিটরিং আরও জোরদার করা অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজকের বাজার পরিস্থিতি (১২ সেপ্টেম্বর):

আজ (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছিল সূচকের সামান্য উত্থান দিয়ে, যা বিনিয়োগকারীদের মনে কিছুটা আশা জাগিয়েছিল। তবে এই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। দিনের শুরু থেকে মধ্যাহ্ন পর্যন্ত সূচক উত্থান-পতনের মধ্য দিয়ে ঘোরাফেরা করলেও, দুপুর ১২টার পর তা একটানা নিম্নমুখী হতে দেখা যায়। দিনশেষে সূচকের ভয়াবহ পতন ঘটে, যদিও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।

ডিএসই'র সূচক ও লেনদেন চিত্র:

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.২৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০২.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪.৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে ২ হাজার ৯৯৮.৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ৪৭টির শেয়ার দর বেড়েছে, ৩১১টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণ বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আজ মোট ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকার। সে হিসেবে, আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্র:

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসইতে আজ ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা গত কর্মদিবসের (২২ কোটি ৬১ লাখ টাকা) তুলনায় উল্লেখযোগ্য হারে কম।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সিএসই'র সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬২.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগেরদিন এই সূচক ১০৬.৬২ পয়েন্ট কমেছিল।

শেয়ারবাজারে কারসাজি চক্রের এই নিরন্তর অপতৎপরতা বিনিয়োগকারীদের জন্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। বাজারকে এই চক্রের কবল থেকে মুক্ত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। অন্যথায়, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাওয়া কঠিন হবে এবং দেশের পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়বে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ