MD Zamirul Islam
Senior Reporter
মুনাফার ধারাবাহিকতা: তৃতীয় প্রান্তিক প্রকাশ রবি আজিয়াটার
রবি আজিয়াটা পিএলসি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) দেশের সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও মুনাফার ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি এই ত্রৈমাসিকে কর-পরবর্তী নিট মুনাফা (পিএটি) হিসেবে ২৪২ কোটি টাকা আয় করেছে। অর্থনৈতিক স্থবিরতার এই পরিস্থিতিতেও এই উল্লেখযোগ্য অর্জন রবির ব্যবসায়িক দক্ষতা ও শক্তিশালী পরিচালনা ব্যবস্থার সাক্ষ্য বহন করে।
সোমবার (২৭ অক্টোবর) ২০২৫ সালের এই সময়ের জন্য রবি আজিয়াটা পিএলসি তাদের আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
আয়ে সামান্য ঘাটতি, তবে মুনাফায় বার্ষিক উল্লম্ফন
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫১১ কোটি ৪ লাখ টাকা। এই অঙ্ক আগের ত্রৈমাসিকের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ কম হলেও, ২০২৪ সালের একই সময়ের তুলনায় মোট আয়ে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
অন্যদিকে, কর-পরবর্তী মুনাফা (পিএটি) পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। তবে গত বছরের একই সময়ের (২০২৪ সালের তৃতীয় প্রান্তিক) তুলনায় এই মুনাফা বেড়েছে রেকর্ড ২৮ দশমিক ৪ শতাংশ। এই শক্তিশালী বার্ষিক প্রবৃদ্ধিটি রবির নিরবচ্ছিন্ন উন্নতি এবং টেকসই আর্থিক ভিতের প্রমাণ দেয়।
সিইওর ব্যাখ্যা: বর্ষা ও ব্যয় ব্যবস্থাপনার প্রভাব
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা এই ফলাফল প্রসঙ্গে বলেন, “তুলনামূলক ভালো অর্থনৈতিক পরিস্থিতির কারণে রবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফল তৃতীয় প্রান্তিকের চেয়ে ভালো ছিল।” তিনি আরও উল্লেখ করেন, “অস্বাভাবিক দীর্ঘ বর্ষাকাল গ্রাহকদের টেলিযোগাযোগ সেবা গ্রহণের খরচে নেতিবাচক প্রভাব ফেলেছে।”
তবে ব্যয় নিয়ন্ত্রণের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, “আমাদের কার্যকর ব্যয় ব্যবস্থাপনা কর্মসূচিতে আমরা বেশ ভালো অগ্রগতি অর্জন করেছি, যা আমাদের টেকসই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সাফল্য আমাদের সন্তুষ্ট করেছে এবং ভবিষ্যতের ব্যবসায়িক গতিপথ নিয়েও আমরা আত্মবিশ্বাসী।”
ইবিআইটিডিএ এবং সরকারি কোষাগারে বৃহৎ অবদান
তৃতীয় প্রান্তিক শেষে রবির কর, অবচয় ও অবচয়ন পূর্ববর্তী মুনাফা (ইবিআইটিডিএ) দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ কোটি টাকা, যা ৫১ দশমিক ৫ শতাংশের মার্জিনসহ। এই মুনাফা পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে ৪ শতাংশ এবং গত বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ কম। তবে, কর-পরবর্তী মুনাফায় (পিএটি) আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখার সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই ত্রৈমাসিকে রবি সরকারের কোষাগারে মোট আয়ের ৫৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ৩৮২ কোটি টাকা জমা দিয়েছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির মূলধনি বিনিয়োগ ছিল ৩১৪ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে দশমিক ৪৬ টাকা। এটি আগের প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কম হলেও, গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৪ শতাংশ বেশি।
গ্রাহক বৃদ্ধি ও ৪জি কভারেজে নেতৃত্বের অবস্থান
তৃতীয় প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ, যা আগের প্রান্তিকের চেয়ে ১ লাখ বেশি। এই সময়ে ডেটা গ্রাহকের সংখ্যা ৭ লাখ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৪৮ লাখে পৌঁছেছে। ১১ লাখ নতুন ফোরজি গ্রাহক যুক্ত হওয়ায় মোট ফোরজি গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ।
তৃতীয় প্রান্তিক শেষে রবির মোট গ্রাহকের ৭৭ দশমিক ৯ শতাংশ ছিলেন ডেটা গ্রাহক এবং ৬৯ শতাংশ ফোরজি গ্রাহক। এই হার দেশের টেলিকম অপারেটরগুলোর মধ্যে সর্বোচ্চ। এই প্রান্তিক শেষে রবির ফোরজি সাইটের সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার ৫০০টি, যার ফলে দেশের ৯৮ দশমিক ৯৮ শতাংশ মানুষ ফোরজি কভারেজের আওতায় এসেছে। রবি আজিয়াটা উদ্ভাবন ও ধারাবাহিক প্রবৃদ্ধির মাধ্যমে তাদের বাজারের নেতৃত্ব ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং পরিবর্তিত বাজারের সঙ্গে সফলভাবে মানিয়ে নিচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ: কখন, কোথায় ম্যাচ, জানুন সময়সূচি
- শেয়ারবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা: উঠে এলো ভয়াবহ তথ্য
- কমেছে সোনার দাম, জানুন২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- ব্যাপক হারে কমলো সোনার দাম, জানুন২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- রেকর্ড ১০৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার তারিখ প্রকাশ
- রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিক প্রকাশ: রেকর্ড নিট মুনাফা
- আজ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা-এল ক্লাসিকো: লাইভ দেখার সহজ উপায়
- রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- চলছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন (Live)
- সৌদি আরবে আকামা করতে কত রিয়াল লাগে জানুন সকল খরচের হিসাব
- ৬০ আসন নিয়ে বিএনপি নিশ্চিন্ত, তালিকা প্রকাশ
- মার্জিন ঋণ বিধিমালায় আমূল সংস্কার: আবারও অস্থির শেয়ারবাজার
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি: লাইভ দেখার উপায় ও সময়সূচি