ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ইস্টার্ন হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৩ ১৪:৪০:২০
ইস্টার্ন হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড ২০২৪–২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানির ৬১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মনজুরুল ইসলাম

সভায় উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ সুরাইয়া ইসলাম, আবু লুথফে ফজলে রাহিম খান, আবদুর রহিম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলাম, পরিচালক মুহাম্মদ শাহিদুল ইসলাম ও লুৎফা বেগম, ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, কোম্পানি সচিব সালিম আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম

শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানির প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, চলতি অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের নিট বিক্রয় আয় দাঁড়িয়েছে ৩০৩ কোটি ৩ লাখ টাকা, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ কোটি টাকা, যা আগের বছর ছিল ৫৬ কোটি ৩ লাখ টাকা।

এ সময়ে প্রতি শেয়ারে আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৮ টাকা ২৭ পয়সা, আগের বছরের ৬ টাকা ৬ পয়সা থেকে। এছাড়া প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) এবং সামগ্রিক আর্থিক অবস্থানও উন্নত হয়েছে বলে কোম্পানি জানিয়েছে।

শেয়ারহোল্ডাররা কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইস্টার্ন হাউজিং তাদের ব্যবসায়িক স্থিতি বজায় রেখে শেয়ারহোল্ডারদের জন্য স্থিতিশীল লভ্যাংশ ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

শাহারিয়ার শাকিল/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ