ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

হাসপাতালে নেয়া হলো বিএনপি প্রধান খালেদা জিয়াকে

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ২৩ ২১:২৫:২৮
হাসপাতালে নেয়া হলো বিএনপি প্রধান খালেদা জিয়াকে

জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের নির্দেশনা অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টা ৩০ মিনিটের পর গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে সাবেক এই রাষ্ট্রপ্রধানের গাড়িবহর বের হয়। রাত ৮টা ১৫ মিনিটের কাছাকাছি সময়ে বহরটি হাসপাতালের প্রবেশদ্বারে পৌঁছায়।

চেয়ারপার্সনের প্রেস উইংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ম্যাডাম খালেদা জিয়া রাত ৮টা ১০ মিনিটে চিকিৎসা কেন্দ্রে প্রবেশ করেন।

অন্যদিকে, গণমাধ্যম শাখার আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার উল্লেখ করেন, শারীরিক কিছু অত্যাবশ্যকীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে, যা মেডিক্যাল বোর্ড কর্তৃক নির্ধারিত।

তবে, নিবিড় পর্যবেক্ষণ শেষে বিএনপি প্রধান নিজ বাসভবনে প্রত্যাবর্তন করবেন, নাকি তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হবে— সেই সংক্রান্ত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে তিনি প্রকাশ করেননি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফেনী-১ আসনসহ মোট তিনটি আসনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলটির পক্ষ থেকে ইতোমধ্যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ