ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

চলতি সপ্তাহেই এজিএম ৫২টি তালিকাভুক্ত কোম্পানি

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৭:০৯:০৪
চলতি সপ্তাহেই এজিএম ৫২টি তালিকাভুক্ত কোম্পানি

দেশের পুঁজিবাজারে লভ্যাংশ অনুমোদনের ব্যস্ততম এক সপ্তাহ শুরু হতে যাচ্ছে। তালিকাভুক্ত ৫২টি কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে পূর্ব ঘোষিত ডিভিডেন্ড বা লভ্যাংশের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের বিভিন্ন দিনে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

বিনিয়োগকারীদের প্রাপ্তি ও লভ্যাংশ সংক্রান্ত এই কোম্পানিগুলোর হালনাগাদ সূচি নিচে তুলে ধরা হলো:

২১ ডিসেম্বর: সপ্তাহের সূচনাতেই ৩ কোম্পানি

শনিবার দিনের প্রথম ভাগে তিনটি প্রতিষ্ঠানের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ১০টায় এমএল ডাইং (০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড) এবং বেলা সাড়ে ১১টায় উসমানিয়া গ্লাস (নো ডিভিডেন্ড) তাদের এজিএম ডাকবে। দুপুর সাড়ে ১২টায় সভা করবে শার্প ইন্ডাস্ট্রিজ, যারা এবার কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

২২ ডিসেম্বর: ময়দানে বড় ডিভিডেন্ডের ১৫ প্রতিষ্ঠান

সোমবার লভ্যাংশ অনুমোদনের বড় একটি দিন। এদিন রেকর্ড পরিমাণ ৫২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের জন্য সভায় বসবে এমজেএল বিডি। এছাড়া একমি ল্যাবরেটরিজ (৩৫ শতাংশ), বাংলাদেশ শিপিং কর্পোরেশন (২৫ শতাংশ), ক্রাউন সিমেন্ট (২১ শতাংশ) এবং মীর আক্তার হোসেন (১০.৫০ শতাংশ) উল্লেখযোগ্য নগদ লভ্যাংশ অনুমোদন করবে। একই দিনে আরডি ফুড, কুইন সাউথ টেক্সটাইল এবং লভ্যাংশহীন তালিকায় থাকা দেশবন্ধু পলিমার, মেঘনা সিমেন্ট ও জিবিবি পাওয়ারসহ আরও বেশ কিছু কোম্পানির সভা অনুষ্ঠিত হবে।

২৩ ডিসেম্বর: লভ্যাংশ চূড়ান্ত করবে ওরিয়ন ও বিকন ফার্মা

মঙ্গলবার ১১টি কোম্পানির লভ্যাংশ ভাগ্য নির্ধারণ হবে। এদিন বিকন ফার্মা ২১ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব রাখবে। এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট (১৮ শতাংশ), জেএমআই সিরিঞ্জ (১০ শতাংশ), রানার অটো (১০ শতাংশ) এবং শাশা ডেনিমস (৫ শতাংশ) তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ চূড়ান্ত করবে। এদিন বসুন্ধরা পেপার মিলস ও ওরিয়ন ফার্মার মতো বড় প্রতিষ্ঠানেরও এজিএম রয়েছে।

২৪ ডিসেম্বর: বিএসআরএম ও প্রাণের বড় চমক

সপ্তাহের শেষ ভাগে ২৩টি কোম্পানির বার্ষিক সভা হওয়ার কথা রয়েছে। এদিন সবথেকে বেশি আকর্ষণ থাকবে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলের ওপর, যারা উভয়ই ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া এএমসিএল প্রাণ (৩২ শতাংশ), ফার্মা এইডস (৩০ শতাংশ) ও রংপুর ফাউন্ড্রি (২৩ শতাংশ) আকর্ষণীয় লভ্যাংশ অনুমোদন করবে। কাশেম ইন্ডাস্ট্রিজ একমাত্র কোম্পানি হিসেবে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য সভায় বসবে। এদিন ইউনিক হোটেল, সামিট পাওয়ার, টেকনো ড্রাগস, তিতাস গ্যাস ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সসহ একঝাঁক প্রতিষ্ঠান তাদের বার্ষিক কার্যক্রম সম্পন্ন করবে।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, এজিএম-এর এই ব্যস্ত সূচি বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে, কারণ এখান থেকেই কোম্পানিগুলোর আর্থিক পরিস্থিতির চূড়ান্ত চিত্র প্রতিফলিত হয়।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ