ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মরদেহ যে পথে আসবে সংসদ ভবনে, জানাল ডিএমপি

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ২১:০২:১১
খালেদা জিয়ার মরদেহ যে পথে আসবে সংসদ ভবনে, জানাল ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন পর্যন্ত মরদেহ বহনের রুট ম্যাপ চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মরদেহের যাত্রাপথ ও নির্ধারিত রুট

ডিএমপির তথ্যমতে, বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে একটি বিশেষ কনভয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হবে। যাতায়াতের জন্য নির্ধারিত পথটি হলো:

এভারকেয়ার হাসপাতাল থেকে যাত্রা শুরু করে কনভয়টি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে নৌ সদর দফতর সংলগ্ন রাস্তা অতিক্রম করবে। এরপর সেটি গুলশানে বেগম জিয়ার বাসভবন 'ফিরোজা' পৌঁছাবে। সেখান থেকে গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ ও এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করবে। এরপর জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি পেরিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে ৬ নম্বর গেট দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহ নিয়ে আসা হবে।

যান চলাচল নিয়ন্ত্রণ ও ডিএমপির আহ্বান

বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ওই সময়ে সংশ্লিষ্ট সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত রাখা হবে। জানাজা এবং মরদেহ যাতায়াতকে কেন্দ্র করে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নাগরিক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই তাঁর দাফন ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ