ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০১ ২৩:৩৩:১৪
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের মাঠ গোছাতে এবং ভোটকেন্দ্রিক যাবতীয় কার্যক্রম তদারকিতে ৪১ সদস্যের একটি শক্তিশালী ‘নির্বাচন পরিচালনা কমিটি’র আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে নির্বাচনী প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাঠামোর বিস্তারিত জানানো হয়েছে।

শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন

বিএনপির এই উচ্চপর্যায়ের নির্বাচনী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে দলের নীতিনির্ধারক ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-কে। অন্যদিকে, কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সদস্যসচিবের গুরুদায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় দিকনির্দেশনা দিতে কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পাশাপাশি পুরো প্রক্রিয়ার সমন্বয়কারী হিসেবে ‘প্রধান সমন্বয়ক’ পদের দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

কমিটির সদস্য তালিকা

নির্বাচন পরিচালনায় অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে ৪১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি সাজানো হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন:

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব-উন-নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।

দলীয় নির্দেশনা

নির্বাচনী কার্যক্রমকে সফল করতে এবং দেশের প্রতিটি প্রান্তে বিএনপির সাংগঠনিক শক্তিকে সংহত করতে এই কমিটির সাথে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই নির্বাচন পরিচালনা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতেই নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে বিএনপি নির্বাচনের প্রস্তুতিতে কৌশলী অবস্থান গ্রহণ করল।

আল-মামুন/

ট্যাগ: বিএনপি বাংলাদেশের রাজনীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন BNP news নজরুল ইসলাম খান 13th National Election Bangladesh রুহুল কবীর রিজভী Ruhul Kabir Rizvi বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি বিএনপির ৪১ সদস্যের কমিটি বিএনপির নতুন সংবাদ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তালিকা ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি বিএনপি বিএনপি নির্বাচন কমিটি ২০২৬ বিএনপির নির্বাচন কমিটির চেয়ারম্যান কে? বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির তালিকা বিএনপির রাজনৈতিক খবর আজকের বিএনপির খবর বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কে ৪১ সদস্যের নির্বাচন কমিটি গঠন করল বিএনপি বিএনপির নির্বাচন পরিচালনার নেতৃত্বে নজরুল ও রিজভী আগামী নির্বাচনের জন্য বিএনপির পরিকল্পনা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নতুন বিজ্ঞপ্তি BNP Election Steering Committee Nazrul Islam Khan Bangladesh Politics Today BNP 41-member committee BNP election committee list Bangladesh Nationalist Party election news BNP election preparation 2026 Who is the chairman of BNP election committee? BNP steering committee members Latest news on BNP election committee BNP forms 41-member election steering committee Nazrul Islam Khan and Ruhul Kabir Rizvi BNP BNPs strategic plan for 13th national election Bangladesh election update BNP

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ