ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ক্রিকেটারদের তোপের মুখে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১৬:৫৪:৪৮
ক্রিকেটারদের তোপের মুখে বিসিবি

দেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যক্তিত্ব তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে নজিরবিহীন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। আইপিএল ও আসন্ন ভারত বিশ্বকাপ নিয়ে বিসিবির অবস্থানের বিপরীতে গঠনমূলক মত দেয়ায় সাবেক এই অধিনায়ককে এমন ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে যা ছিল

সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়ার পর ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এমনকি বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব তোলার চিন্তাও করে বোর্ড। এই পরিস্থিতিতে তামিম ইকবাল সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় বিসিবিকে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দেন। কিন্তু তামিমের এই অবস্থান পছন্দ হয়নি বিসিবির অর্থ কমিটির বর্তমান চেয়ারম্যান নাজমুল ইসলামের। তিনি তামিমের পোস্টের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তাকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ হিসেবে উল্লেখ করেন। যদিও বিতর্কের মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন, কিন্তু তার স্ক্রিনশট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সতীর্থদের প্রতিবাদী কণ্ঠ

তামিমের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন কুরুচিপূর্ণ মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। স্পিনার তাইজুল ইসলাম এই আচরণকে ‘রুচিহীন’ ও ‘ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের শব্দচয়ন বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্বকেই প্রশ্নবিদ্ধ করে।

সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, একজন সিনিয়র ক্রিকেটারকে জনসম্মুখে এভাবে অপমান করা ন্যূনতম শিষ্টাচার বহির্ভূত কাজ। তিনি এই ঘটনার জন্য সংশ্লিষ্ট পরিচালকের জবাবদিহিতা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ক্রিকেটারদের সম্মানের গুরুত্ব মনে করিয়ে দিয়ে বিসিবিকে আরও বিচক্ষণ হওয়ার আহ্বান জানান। সাবেক ব্যাটার শামসুর রহমান শুভ বিষয়টিকে ‘বিস্ময়কর’ ও ‘চরম নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

তামিমের মূল বক্তব্য যা ছিল

বিতর্কিত ওই মন্তব্যের আগে তামিম মূলত বিসিবিকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বারবার অবস্থান পরিবর্তন করলে জনমনে অনিশ্চয়তা তৈরি হয়। তার মতে, “আজকের একটি আবেগী সিদ্ধান্ত আগামী ১০ বছর পর বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা বা অন্য যেকোনো সংকট আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।” মুস্তাফিজের আইপিএল ছাড়ার ঘটনাকে তিনি দুঃখজনক বললেও জাতীয় স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়েছিলেন তিনি।

বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

একজন সাবেক অধিনায়কের বিরুদ্ধে বর্তমান বোর্ড পরিচালকের এমন প্রকাশ্য বিদ্বেষমূলক মন্তব্যে দেশের ক্রিকেট মহলে চাপা উত্তেজনা বিরাজ করছে। ক্রিকেটারদের গণ-প্রতিবাদের মুখে বোর্ড এখন নাজমুল ইসলামের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেয় কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

আল-মামুন/

ট্যাগ: Bangladesh Cricket News তামিম ইকবাল নিউজ তামিম ইকবালকে ভারতের দালাল বিসিবি পরিচালক নাজমুল ইসলাম নাজমুল ইসলামের বিতর্কিত পোস্ট তামিম বনাম বিসিবি বাংলাদেশ ক্রিকেট বিতর্ক তামিমের সমর্থনে ক্রিকেটাররা তাইজুল ইসলামের প্রতিবাদ মুমিনুল হকের ফেসবুক স্ট্যাটাস তাসকিন আহমেদ ও সাইফউদ্দিনের মন্তব্য শামসুর রহমান শুভর প্রতিবাদ বিসিবি পরিচালকের ক্ষমা চাওয়ার দাবি মুস্তাফিজুর রহমান আইপিএল বাদ ভারত বিশ্বকাপ ২০২৬ নিরাপত্তা শঙ্কা শ্রীলঙ্কায় বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি বিসিবির ভারত সফর নিয়ে অনিশ্চয়তা বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের কুরুচিপূর্ণ মন্তব্য কেন তামিমকে ভারতের দালাল বলা হলো? ক্রিকেটারদের তোপের মুখে বিসিবি পরিচালক নাজমুল বিসিবি পরিচালকের বিরুদ্ধে ক্রিকেটারদের ঐক্যবদ্ধ প্রতিবাদ Tamim Iqbal news BCB Director Nazmul Islam Tamim Iqbal Indian Agent controversy BCB controversy 2026 Tamim Iqbal vs BCB Director Taijul Islam protest against BCB Director Mominul Haque on Tamim Iqbal controversy Taskin Ahmed social media post Tamim Players support Tamim Iqbal BCB Director Nazmul Islam status viral Mustafizur Rahman IPL exclusion Bangladesh India World Cup security concerns BCB proposal to shift World Cup to Sri Lanka Bangladesh cricket team India tour update

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ