ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

nasir hossain: আজ নাসিরের ঝড়ে ব্যাটিং, জানুন কত রান করলেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৭ ১৯:০৮:১৫
nasir hossain: আজ নাসিরের ঝড়ে ব্যাটিং, জানুন কত রান করলেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচে আজ সিলেটে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে নোয়াখালীকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নাসিরের অপরাজিত ৯০ রানের টর্নেডো ইনিংসে ভর করে ১৩৪ রানের লক্ষ্য মাত্র ১৪.১ ওভারেই টপকে যায় ঢাকা।

নোয়াখালীর বিপর্যয় ও নবী-হায়দারের প্রতিরোধ

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। ওপেনার সৌম্য সরকার (১) ও হাবিবুর রহমান সোহান (৬) ব্যর্থ হয়ে দ্রুত বিদায় নেন। দলের বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক হায়দার আলী ও অভিজ্ঞ মোহাম্মদ নবী।

হায়দার আলী ৩৬ বলে ৪৭ রান করে আব্দুল্লাহ আল মামুনের বলে বোল্ড হলেও, অন্য প্রান্তে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। নবীর ৩৩ বলে ৪২* রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় নোয়াখালী। ঢাকার পক্ষে ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ ও নাসির হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

রান তাড়ায় নাসিরের তাণ্ডব

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসেরও। খাতা খোলার আগেই বিদায় নেন রহমানুল্লাহ গুরবাজ। দলীয় ১৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে তিন নম্বরে নামা নাসির হোসেন আজ ছিলেন রুদ্রমূর্তি ধারণ করে।

নোয়াখালীর বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে নাসির মাত্র ৫০ বলে খেলেন ৯০* রানের এক চোখধাঁধানো ইনিংস। তার এই ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কার মার। তাকে যোগ্য সঙ্গ দেন ইমাদ ওয়াসিম (২৯*)। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। নোয়াখালীর হাসান মাহমুদ ১৭ রান দিয়ে ২ উইকেট নিলেও হারের মুখ থেকে দলকে বাঁচাতে পারেননি।

ম্যাচ সেরা নাসির হোসেন

ব্যাট হাতে ৯০* রান এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নাসির হোসেন। ক্রিকইনফোর এমভিপি (MVP) লিস্টেও ১১৬.৯ পয়েন্ট নিয়ে সবার উপরে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।

সংক্ষিপ্ত স্কোর:

নোয়াখালী এক্সপ্রেস: ১৩৩/৬ (২০ ওভার); হায়দার আলী ৪৭, মোহাম্মদ নবী ৪২*।

ঢাকা ক্যাপিটালস: ১৩৪/৩ (১৪.১ ওভার); নাসির হোসেন ৯০*, ইমাদ ওয়াসিম ২৯*।

ফল: ঢাকা ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ