ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মাশরাফিকে নতুন বার্তা দিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ১৮:৪৯:৩৪
মাশরাফিকে নতুন বার্তা দিল বিসিবি

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফির একটি ছবি পোস্ট করে তাতে তার ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ‘মাশরাফি সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ। তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি লেখেছে, ‘৩১০ আন্তর্জাতিক ম্যাচে ৩৯০ উইকেট নিয়েছেন মাশরাফি। ২০০১ সালে দেশের জার্সি গায়ে অভিষেক হওয়ার পর দলের প্রাণ হতে সময় নেননি। ওয়ানডেতে তিনি টাইগারদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। অধিনায়ক হিসেবে ১০০ ওয়ানডে উইকেট নেওয়া পঞ্চম বোলার। ২০২০ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলেন এই ফরম্যাটে সর্বোচ্চ সাফল্যের রেকর্ড নিয়ে। আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তজাকে জন্মদিনের শুভেচ্ছা।’

২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গণে পথচলা শুরু করেন মাশরাফি। পায়ের চোটের কারণে ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর এই ফরম্যাটে দেখা যায়নি তাকে। অবসর না নিলেও ৩৬ টেস্টে ৭৮ উইকেট নেওয়া নড়াইল এক্সপ্রেসকে সাদা পোশাকে দেখার কোনো সম্ভাবনা নেই।

২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাশরাফির। এই ডানহাতি তারকা পেসারের অধীনে দুটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ২২০টি একদিনের ম্যাচে ২৭০ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টি-টুয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি। ক্রিকেটের ছোট ফরম্যাটে ৫৪ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন অসংখ্যবার ডাক্তারের ছুরির নিচে যাওয়া মাশরাফি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ