ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

অন্য খেলা'য় নেইমার-এমবাপে-ভেরাটি, সুপারমডেলের সঙ্গে যা করলেন পিএসজি ত্রয়ী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ২২:০৯:০৪
অন্য খেলা'য় নেইমার-এমবাপে-ভেরাটি, সুপারমডেলের সঙ্গে যা করলেন পিএসজি ত্রয়ী

বিখ্যাত ফরাসি ফ্যাশন মডেল সিন্ডি ব্রুনার ২৭ বছরে পা দিলেন। সেই উপলক্ষ্যে প্যারিসের এক নামী রেস্তোরাঁয় বার্থ-ডে পার্টি দিলেন তিনি। এই পার্টিতেই সিন্ডির সঙ্গে অন্তরঙ্গ হলেন নেইমার-এমবাপে-ভেরাটিরা।

ছিলেন ফর্মুলা ওয়ান মহাতারকা লুইস হ্যামিলটনও। ইনস্টাগ্রামে সিন্ডির ১.৩ মিলিয়ন ফলোয়ার্স আছে। এই পার্টিতে এসেছিলেন তাঁর এক ঝাঁক বান্ধবীও। সেই পার্টির একাধিক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

এই মুহূর্তে যা খবর পিএসজি-তে নেইমার-এমবাপে ও ভেরাটিকে ত্রয়ীকে বেশি দিন দেখা যাবে না। কারণ শ্রীঘ্রই প্যারিস ছাড়ছেন এমবাপে। যদিও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলারের দীর্ঘদিন ধরেই প্যারিস ছাড়া নিয়ে জল্পনা চলছেই। শোনা যাচ্ছে প্যারিস ছেড়়ে তিনি পাড়ি জমাবেন স্পেনে।

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতে যাবেন এমবাপে। তিনি জানিয়েছেন যে, গত জুলাইয়ে তিনি প্যারিস সাঁ জাঁ-কে জানিয়ে দেন যে, এই ক্লাবে আর খেলতে চাইছেন না তিনি। রিয়ালই নাকি শেষ পর্যন্ত এমবাপের নতুন ডেস্টিনেশন হতে চলেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ