ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

প্লে-অফের দৌড়ে কলকাতা ঘাড়ে নিশ্বাস ফেলছে মুম্বাই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ২৩:৩১:৩৭
প্লে-অফের দৌড়ে কলকাতা ঘাড়ে নিশ্বাস ফেলছে মুম্বাই

শারজার মাঠে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। শুরু থেকে কিছুটা চালিয়ে খেললেও নাথান কুল্টার-নাইলের বলে যশস্বী জয়সওয়াল আউট হতেই সমস্যায় পড়ে যায় রাজস্থান। শারজার মন্থর উইকেটে আর ঘুরে দাঁড়াতে পারেননি সঞ্জু স্যামসনরা। ২০ ওভারে মাত্র ৯০ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। এভিন লুইস ১৯ বলে ২৪ রান করে আউট হন। যশস্বী ৯ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।

লুইস ফিরতেই পরপর উইকেট পড়তে থাকে রাজস্থানের। বলের গতি বুঝতে না পেরে মাত্র ৩ রান করে জিমি নিসামের বলে আউট হন সঞ্জু। ৩ রান করে ফেরেন শিভম দুবেও। গ্লেন ফিলিপস আউট হন ৪ রান করে।

ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া কিছুটা চেষ্টা করলেও দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারেননি। মিলার ১৫ রান করে আউট হন আর রাহুল আউট হন ১২ করে। রান পাননি শ্রেয়স গোপাল। ০ রানে ফেরেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ