ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মেসি বনাম সিভিসি চুক্তি: অবশেষে মুখ খুললেন লা লিগা প্রধান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৬ ১৭:৪৮:৩১
মেসি বনাম সিভিসি চুক্তি: অবশেষে মুখ খুললেন লা লিগা প্রধান

এই চুক্তির পক্ষে ভোট দিতে পারতো বার্সেলোনাও। কিন্তু রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কারণেই সেটা হয়নি। আজ এমনটাই দাবি করলেন লা লিগা প্রধান হ্যাভিয়ের টিবাস। তার মতে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে প্রভাবিত করেছেন পেরেজ। অন্যতায় চুক্তির পক্ষে থাকতো কাতালানরা।

শুধুমাত্র লিওনেল মেসিকে ধরে রাখতেই চুক্তিতে আসতে রাজি ছিলেন লাপোর্তা। তা ছাড়া আর্জেন্টিনা সুপারস্টারকে ধরে রাখতে আর কোনো পথ খোলা ছিল না বার্সার সামনে। লা লিগার আর্থিক জটিলতা এবং বার্সার আর্থিক সংকট দুটোরই সমাধান হতো তাতে। কিন্তু ক্লাবের স্বার্থে আত্মঘাতী ওই সিদ্ধান্ত নেননি লাপোর্তা।

বার্সার এই সিদ্ধান্তের জন্য রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টকে দোষারোপ করছেন টিবাস। শুধু তাই নয়, পেরেজ লা লিগা-সিভিসি চুক্তি ধ্বংস করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন টিবাস। তিনি বলেছেন, 'আমি লাপোর্তার বাসায় রাতের খাবার খেয়েছিলাম এবং তিনি সিভিসি চুক্তির পক্ষে ছিলেন।'

টিবাস যোগ করেন, 'সেদিন ডিনারের পর লাপোর্তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। কিন্তু তার কথাগুলো ছিল অস্বাভাবিক। তাকে আমি এ রকম দেখিনি। লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক ফ্লোরেন্তিনোর চেয়ে আলাদা। পেরেজ রিয়াল মাদ্রিদের সব নন, আমার মনে হয় সে যেভাবে লিগটাকে দেখতে চায় সেটা তার বড় ভুল।'

চুক্তি এখনো হয়নি। তবে রিয়াল,বার্সা ও সেভিয়ার মতো তিনটা ক্লাবের বিরুদ্ধে গিয়ে সিভিসির সঙ্গে চুক্তিতে যাওয়াটাও সহজ নয়। এই প্রক্রিয়া জটিল হওয়ার পুরো দায়টা পেরেজের ওপর চাপাচ্ছেন লা লিগা প্রধান, 'যখন এটা সামনে এলো তখন থেকেই এটা ধ্বংস করার চেষ্টা করছেন ফ্লোরেন্তিনো (পেরেজ)। নিঃসন্দেহে চুক্তি ধ্বংস করার পেছনে ফ্লোরেন্তিনোর হাত আছে।'

টিবাস দাবি করলেন মেসিকে ধরে রাখতে সিভিসি চুক্তিতে রাজি ছিলেন বার্সা সভাপতি লাপোর্তা। লিগ প্রধান বললেন, 'আমি জানি না মেসির সঙ্গে তারা কীভাবে চুক্তি নবায়ন করতো। এরপর আমি লাপোর্তাকে কল করে বলি যে, আমরা কি সিভিসির বিষয়টাকে গতিশীল করতে পারি?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ