ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ফিফা সভাপতির সাথে যা নিয়ে কথা হয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৬ ২০:২২:৩১
ফিফা সভাপতির সাথে যা নিয়ে কথা হয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন মালদ্বীপে। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে দ্বীপ দেশটিতে রয়েছে ভারত, নেপাল, শ্রীলঙ্কাও। জামাল ভূঁইয়া মালে থেকে ফিফা প্রেসিডেন্টের ভার্চুয়ালি সভায় যোগ দিয়েছিলেন। ভারতের অধিনায়ক সুনিল ছেত্রিসহ অন্য অধিনায়করাও ফুটবলের সবচেয়ে বড় কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন।

ফিফা প্রেসিডেন্টের সাথে সভার পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘ফুটবলের ভবিষ্যত এবং খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে বর্তমান ও আগামী প্রতিযোগিতা আয়োজন নিয়ে অর্থবহ ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে।’

এ সভায় ইনফান্তিনো ছাড়াও ছিলেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার এবং থিয়েগো সিলভাসহ অন্যান্য তারকা সংগঠকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ