ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নির্বাচন শেষে নিজের মতামত প্রকাশ করলেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৬ ২৩:০৪:০২
নির্বাচন শেষে নিজের মতামত প্রকাশ করলেন পাপন

পাপন বলেন, 'নির্বাচন কাকে বলে ….আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে দেখি নাই। গত দু'বার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ছিল এটা তে কোন সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে এটাই হল বড় কথা। তবে আরো খুশি হতাম যদি আরো অনেক অংশগ্রহণ থাকতো, আরো অনেক ভাল ভাল ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত লোক আছে।'

এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য নির্বাচিত করা হয়েছে ২৩ জন বোর্ড পরিচালক। এর আগে সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব দেন পাপন।

২০১৭ সালের নির্বাচনেও পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এবারও নির্বাচনে অংশ নেন তিনি। যদিও এবার প্যানেল না থাকায় শুধু পরিচালক হিসেবেই নির্বাচনে অংশ নেন এই ক্রিকেট অনুরাগি ব্যক্তিত্ব।

পাপন আরও বলেন, 'এটা অত্যন্ত আমার জন্য ভাল অভিজ্ঞতা কারণ সত্যি কথা বলতে যে পরিমাণ ভোট ছিল, কিছু আন্দাজ করা যায়, ৩০ ভাগ আন্দাজ করা যায় যে কে কোথায় দিবে বাকি ৭০ ভাগ ভোটারের ওপর। এবারের ভোটে একটা জিনিস মনে হয়েছে যে ৯৯ ভাগ ভোটারের আস্থা আছে যারা পাশ করেছে তাদের ওপর। এর চেয়ে বড় কথা পুরাতন যারা তারা সকলেই পাশ করেছে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ