ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: অবসরের দিনক্ষন জানিয়ে দিলেন নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১০ ১৯:৩৬:২৩
ব্রেকিং নিউজ: অবসরের দিনক্ষন জানিয়ে দিলেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এ পর্যন্ত সেলেসাওদের হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপে। ২০১৪ আর ২০১৮, দু’বারই তিনি ছিলেন ব্রাজিলীয়দের বিশ্বকাপ-স্বপ্নের নিউক্লিয়াস। কিন্তু দু’বারই ব্যর্থতায় শেষ হয়েছে তার অভিযান; প্রথমবার সেমিফাইনালে, পরেরবার কোয়ার্টার ফাইনালেই।

তৃতীয় যাত্রার বাকি আর এক বছর। এ সময়ে তার মনে হচ্ছে না, আরও একটা বিশ্বকাপ খেলবেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লম্বা হবে তার ক্যারিয়ার।

কী বলেছেন নেইমার?

সম্প্রতি ডিএজিএনের বিশেষ এক অনুষ্ঠান ‘নেইমার অ্যান্ড দ্য লাইন অফ কিংস’-এ তিনি এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমি মনে করি, এটাই আমার শেষ বিশ্বকাপ।’

কেন কাতারেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ যাত্রা, সেটাও জানিয়েছেন তিনি। তাতে মিশে ছিল ফুটবলকে বিদায় বলে দেওয়ার ইঙ্গিতও! বলেছেন, ‘আমি একে আমার শেষ হিসেবে দেখছি। কারণ আমি জানি না এরপর আমার ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কিনা।’ আমি একে আমার শেষ হিসেবে দেখছি। কারণ আমি জানি না এরপর আমার ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কিনা।নেইমার

সেজন্যেই আগামী বিশ্বকাপে দলকে জেতানোর জন্য মরিয়া একটা চেষ্টাই করবেন নেইমার, জানালেন তিনি। বললেন, ‘সে কারণে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে, দলের হয়ে শিরোপা জেতার জন্য, আমার শৈশবের স্বপ্ন পূরণ করার জন্য সবকিছুই করব। আর আশা করছি, আমি সেটা করতে পারব।’

নেইমার বিশ্বকাপের প্রথম স্বাদটা পেয়েছিলেন ২০১৪ সালে, নিজের মাঠ ব্রাজিলেই। তৎকালীন বার্সেলোনা তারকাকে ঘিরেই সাজানো হয়েছিল ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের মিশনের রণকৌশল।

২০০২ সালের পর প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার লক্ষ্যে শুরুটা ভালোই হয় দলের। দুই জয় আর এক ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে ওঠে নকআউটে। চিলির বিপক্ষে দ্বিতীয় পর্বে পেনাল্টি শুটআউটে জেতে ব্রাজিল।

এরপর শেষ আটে কলম্বিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের এক ম্যাচ কাটে নেইমারের। হুয়ান জুনিগার এক ফাউলে বিশ্বকাপটাই শেষ হয়ে যায় তার, সঙ্গে ব্রাজিলের আশাও। পরের ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বাদ পড়ে তার দল।

চার বছর পর চোটের কারণে বিশ্বকাপে খেলাটাই শঙ্কায় পড়ে গিয়েছিল তার। তবে সে চ্যালেঞ্জটা ভালোভাবেই জয় করেছেন তিনি। তবে সেবার আর আগের জাদু দেখাতে পারেননি, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় সেলেসাওরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ