ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ভবিষ্যৎবাণী: বাংলাদেশ সেমিফাইনাল খেলবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১০ ২০:২৭:১৮
ভবিষ্যৎবাণী: বাংলাদেশ সেমিফাইনাল খেলবে

আসলেই কি বিশ্বকাপে বাংলাদেশ দল চমক দেখাতে পারবে? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একটু বেশিই আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপে সুজন বলেন, ‘আমার প্রত্যাশা সবসময়ই ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি।’

কীভাবে খেলবে সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজন। তার কথা, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ এখানে যে কাউকে হারাতে পারেন।’

গত বিশ্বকাপে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। সেই উদাহরণ টেনে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা এক ভুল করব না।

আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজ আছে। যারা সিনিয়র প্লেয়ার আছে, যদি জ্বলে ওঠে। আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাইম শেখ আছে। তারা যদি টপঅর্ডারে জ্বলে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ